ফাঁস হয়ে গিয়েছিল রহস্য! বিয়ের আগে হবু বরকে গ্রেফতার করলেন খোদ সাব ইনসপেক্টর পাত্রী

বাংলা হান্ট ডেস্ক: গত বছরের অক্টোবর মাসেই সম্পন্ন হয়েছিল “সগাই”। এমনকি, পাকা কথা হওয়ার পর চলতি বছরের নভেম্বরেই মহাসমারোহে হওয়ার কথা ছিল বিয়ের। কিন্তু, তার আগেই মিথ্যের পর্দা ফাঁস হয়ে যায় হবু পাত্রের। আর তারপরেই সাব ইনসপেক্টর হবু বউয়ের হাতে পাকড়াও হয়ে গেলেন পাত্র। এমনকি, হবু বরকে গ্রেফতারও করলেন SI পাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসামের নওগাঁওয়ে।

জানা গিয়েছে, নওগাঁওয়ের SI জোনমণি বাভা আসামের শিবসাগর জেলের মহিলা পুলিস আধিকারিক। আর মাস পাঁচেক পরই বিয়ের কথা ছিল তাঁর। এমতাবস্থায়, পাত্র রাণা পগাগ, জোনমণি বাভার সঙ্গে প্রথম আলাপের সময় নিজেকে ONGC-র মুখ্য জনসংযোগ আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন। সেই কথাকে বিশ্বাস করেই এগোতে থাকে সম্পর্ক। কিন্তু, বিয়ের কয়েক মাস আগেই জোনমণি জানতে পারেন যে, ওই পাত্র তাঁকে মিথ্যে পরিচয় দিয়েছেন।

শুধু তাই নয়, মিথ্যে পরিচয় দিয়ে লোক ঠকানোর কাজও করেছেন তিনি। এমনকি, ONGC-র একটি গাড়িতেও চড়তেন ওই “গুণধর” পাত্র। পরে জানা যায়, ওই গাড়িটি আসলে ভাড়া করা গাড়ি। এছাড়াও, ওই ভুয়ো গাড়িতে করেই “সগাই”য়ের দিন জোনমণির বাড়িতে এসেছিলেন ওই পাত্র।

এভাবেই সমস্ত সত্যি জানার পর বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। শুধু তাই নয়, এমতাবস্থায়, পাত্রের ভুয়ো পরিচয় পেয়ে কড়া পদক্ষেপ নিয়ে জোনমনি গ্রেফতার করেন নিজের হবু বর রাণা পগাগকে। এভাবেই কার্যত প্রেমকে পিছনে ফেলে নিজের কর্তব্যে অটল থাকেন জোনমনি। এদিকে, বিয়ের আগেই স্বয়ং পাত্রীর, হবু বরকে গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর