বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার দিকে এগোচ্ছে দেশ, ভারতের সাথে বড়ো চুক্তি স্বাক্ষর করল UAE

Published On:

Bangla Hunt Desk: মেক ইন ইন্ডিয়ায় (Make in India) গুরুত্ব দিচ্ছে ভারত (India) সরকার। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর জন্য Caracal’s CAR 816 রাইফেল নির্মানের যে চুক্তি করা হয়েছিল, তা স্থগিত করে দেওয়া হয়েছে। পূর্বে নির্ধারন করা হয়েছিল এই রাইফেল UAE -এর কোম্পানি ভারতের কানপুরের কোম্পানির সঙ্গে মিলিত ভাবে ভারতেই তৈরি করা হবে।

এই চুক্তির পর ২ বছর পার হয়ে গেলেও, ভারত সরকারের বর্তমান সিদ্ধান্ত এই রাইফেল এবার সম্পূর্ণ ভারতেই প্রস্তুত করা হবে, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া শ্লোগানের বাস্তবায়নের দিকে এগোচ্ছে ভারত। সেইমত UAE থেকে কোম্পানি ভারতে আসতে চলেছে।

ভারতেই তৈরি হবে অ্যাসল্ট রাইফেল
চুক্তি হাত ছাড়া হওয়ার পর ক্যারাকালের চিফ জানিয়েছেন, প্রথমে এই রাইফেলের ২০ শতাংশ ভারতে প্রস্তুতের চুক্তি হয়েছিল। কিন্তু বর্তমানে মেক ইন ইন্ডিয়ার আয়ত্তায় ১০০ শতাংশই ভারতের নির্মানের জন্য তাঁদের কোম্পানিও প্রস্তুত। ডিল হয়েছে আশেপাশের সংস্থার সাথেও। ২০১৮ সালে এই রাইফেল ক্রয়ের চুক্তি হলেও, তা এখনও সফল হয়নি। তবে ২০১৭ সালে ২ লক্ষ অ্যাসল্ট রাইফেলের অর্ডার দেওয়া হলে, ধারণা করা হয় যে ভবিষ্যতে ভারতের আরও ৫ লক্ষ রাইফেলের প্রয়োজন পড়তে পারে।

মেক ইন INDIA-রাইফেল ব্যবহার করবে ভারতীয় সেনারা
ভারতের যেহেতু বেশি পরিমাণে রাইফেলের প্রয়োজন হয়ে পড়ছে, তাই এবার আর আমদানী নয়, মেক ইন ইন্ডিয়ার আয়ত্তায় ভারতেই প্রস্তুত করা হবে শক্তিশালী রাইফেল। এর দ্বারা, ক্যারাকাল এটা বুঝতে পেরেছে, ভারত আর ২০ শতাংশ দেশীয় জিনিসে সন্তুষ্ট নয়, পুরো ১০০ ভাগই ভারতে প্রস্তুত করতে সক্ষম। মেড ইন UAE নয় বরং মেক ইন INDIA-রাইফেল ব্যবহার করবে ভারতীয় সেনারা।

X