হজ যাত্রা নিয়েও কড়া নিয়ম জারি চীনের প্রশাসনের, চাপে উইঘুর সম্প্রদায়

Bangla Hunt Desk: চীনে (China) বসবাসকারী মুসলিমদের উপর নানা রকম অত্যাচার করে এবার আরও এক নিষেধাজ্ঞা জারি করল চীন সরকার জিনপিং (Xi Jinping)। বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে উইঘুর মুসলিমদের উপর চীন সরকারের অত্যাচারের খরব প্রকাশ্যে এসেছে। মসজিদ ভেঙ্গে দেওয়া থেকে শুরু করে বন্ধ্যাত্বকরণ, কোন কিছুই বাদ রাখেনি চীন সরকার।

মুসলিমদের উপর অত্যাচার
চীনে বসবাসকারী প্রায় ২ কোটি মুসলিমদের (muslim) মধ্যে জিনজিয়াং প্রদেশে বাস করেন প্রায় ১ কোটি মুসলিম। ওই সকল মুসলিমদের উপর ধর্মাচরনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে চীন সরকারের বিরুদ্ধে। এমনকি সেখানে মুসলিমদের বসতি গড়ে তোলাতেও বাঁধা দিচ্ছে চীন সরকার শি জিনপিং।

image 308620 1589869259

হজ যাত্রায় নির্দেশিকা
সম্প্রতি চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, সমস্ত রকম অত্যাচার করার পর এবার মুসলিমদের হজ যাত্রায় নতুন নির্দেশিকা জারি করল চীন সরকার। সরকারের ঠিক করে দেওয়া শুধুমাত্র একটি মাত্র সংস্থার হাত ধরেই হজ করতে যেতে পারবে চীনে বসবাসকারী মুসলিমরা।

প্রতি বছর প্রায় ১০,০০০ জন মুসলিম চীন থেকে সৌদি আরবে যান হজ করতে। পূর্বে নিজেদের সময় মত সরকারী বা বেসরকারী ব্যক্তিগত চীনের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মক্কায় হজ করতে যেতে পারতেন। কিন্তু চীন সরকারের নতুন নিয়মে আগামী ১ লা ডিসেম্বর থেকে কেউ আর নিজের ইচ্ছা মত হজ যাত্রায় যেতে পারবে না। শুধুমাত্র চীনা ইসলামিক অ্যাসোসিয়েশনের সাহায্যেই হজ করতে যেতে পারবে। অন্য কোন সংস্থাকে আর হজ যাত্রায় আয়োজন করার অনুমতি দিচ্ছে না চীন সরকার।


Smita Hari

সম্পর্কিত খবর