ভারতীয় জুনিয়র ক্রিকেট দল বরাবরই শক্তিশালী। তবে যেদিন থেকে জুনিয়র ক্রিকেট দলের দায়িত্বে রাহুল দ্রাবিড় কে রাখা হয়েছে সেদিন থেকে আরও বেশি মজবুত হয়েছে ভারতের অনুর্ধ ১৯ ক্রিকেট টিম। আর এই সবের মধ্যেই ঘোষণা হয়ে গেল অনুর্ধ ১৯ এশিয়া কাপের জন্য ভারতীয় দল। এবার অনুর্ধ ১৯ দলের ক্যাপ্টেন পরিবর্তন করা হয়েছে। এবার একজন বাস কন্ডাক্টরের ছেলে ভারতীয় অনুর্ধ ১৯ দলে জায়গা করে নিয়েছে।
একজন বাস কন্ডাক্টরের ছেলে অথর্ব আঙ্কোলেকর প্রমাণ করে দিলেন যে কঠিন পরিশ্রম এবং লক্ষ্য ঠিক থাকলেই সাফল্যে পৌঁছানো যায়। বাঁহাতি স্পিনার অথর্ব দীর্ঘদিন ধরে ভারতীয় অনুর্ধ ১৯ দলের হয়ে দারুন পারফরম্যান্স করে চলেছে আর সেই জন্যই শ্রীলঙ্কায় হতে চলা অনুর্ধ ১৯ এশিয়া কাপে তিনি সুযোগ পেয়েছেন ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার।
অথর্ব আঙ্কোলেকরের এই ছোটো ক্রিকেট জীবনে অনেক কিছু ভালো মুহূর্ত থাকলেও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি হল তিনি একবার কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে আউট করে দিয়েছিলেন। অথর্বের বলে খুশি হয়ে তাকে নিজের সই করা একজোড়া গ্লাভস উপহার দিয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার।
অথর্ব আঙ্কোলেকরের মা-কে এই বিষয়ে প্রশ্ন করা হলে উনি বলেন আমি খুবই খুশি যে আজ আমরা ছেলে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। আমার স্বামী একজন বাস কন্ডাক্টর ছিলেন কিন্তু উনি ২০১০ সালে মারা যান তারপর থেকে খুব কষ্ট করে ছেলেকে মানুষ করি। তাই আজ ছেলের এই সাফল্যে খুবই খুশি হয়েছি।