জীবিত জওয়ানের বাড়িতে শোকপ্রকাশ করতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী, ভুল বুঝতে পেরে মুখ ঢাকলেন লজ্জায়

বাংলাহান্ট ডেস্কঃ জীবিত জওয়ানের বাড়িতে শোকপ্রকাশ করতে পৌঁছে গেলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়নের প্রতিমন্ত্রী নারায়ণস্বামী (narayanaswamy)। শুধু তাই নয়, জওয়ানের পরিজনকে চাকরী এবং তাঁদের জমি দেওয়ার ঘোষণাও করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। প্রায় এক বছর আগে পুনেতে মৃত জওয়ান বসভরাজ হীরমন্তের বাড়িতে যাওয়ার বদলে, ভুল করে জম্মু ও কাশ্মীরে নিযুক্ত রবিকুমার কাট্টিমণির বাড়িতে চলে গেলেন প্রতিমন্ত্রী নারায়ণস্বামী। সেখানে গিয়ে জওয়ানের প্রতি শোকপ্রকাশ করে, তাঁর পরিবারকে জমি এবং চাকরী দেওয়ার ঘোষণাও করেন তিনি। মন্ত্রীর এমন কথায় কিছুটা হকচকিয়ে যায় জওয়ানের পরিবারের সদস্যরা।

vbvbbs

বিজেপি সূত্রে খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বিজেপি সাংসদ শিবকুমার জওয়ানের প্রতি শোকপ্রকাশ করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে রবিকুমার কাট্টিমণির বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে শোকপ্রকাশ করার পর, স্থানীয় এক বিজেপি কর্মী জওয়ান রবিকুমার কাট্টিমণির বাড়িতে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ভিডিও কলে কথা বলিয়ে দেন।

নিজের ভুল বুঝতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী। তখন লজ্জায় পড়ে গিয়ে জওয়ানের প্রশংসা করে, পরিবারের সদস্যদের সম্মানিত করে সেখান থেকে বেরিয়ে আসেন। এই ঘটনায় কিছুটা লজ্জায় পড়ে যান মন্ত্রী এবং খবর দেওয়া বিজেপির নেতাকে কিছুটা তিরস্কারও করেন।

এই ঘটনায় কাটিমণির স্ত্রী জানিয়েছেন, ‘মাত্র দুমাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, স্বামী কাশ্মীরে পোস্টিং রয়েছেন। কিন্তু এই সময় মন্ত্রী আমাদের বাড়িতে আসায় কিছুটা অবাক হয়ে যাই আমরা। কিন্তু প্রতিবেশিরা জানান, সীমান্তে পোস্টিংরত জওয়ানদের সম্মান জানাতে এসেছেন মন্ত্রী। কিন্তু তিনি যখন চাকরী দেওয়ার কথা বলছেন, তখন আমরা বুঝতে পারি কোথাও একটা ভুল হচ্ছে’।

তিনি আরও জানান, ‘তখন স্বামীকে ফোন করে মন্ত্রীর সঙ্গে কথা বলানো হয় এবং উনি স্বামীর কাজের প্রশংসাও করেন। তবে মৃত জওয়ান বসভরাজ হীরমন্তের বাড়িতে না গিয়ে ভুল করে তিনি এখানে চলেছিলেন বলে জানা গিয়েছে’।

Smita Hari

সম্পর্কিত খবর