১৬৭ বছর ধরে যাত্রীদের ভরসা! দেশের সবথেকে পুরনো রেল স্টেশন এটিই, জানুন কোন রাজ্যে আছে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের উপর কোটি কোটি মানুষ নির্ভরশীল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন রেলকে। ভারতীয় রেলের গোড়াপত্তন হয়েছিল সেই ব্রিটিশ আমলে। তারপর থেকে সবার ১২ মাসের ভরসা এই রেল। ভারতের উন্নয়নে ভারতীয় রেলের অবদান অনস্বীকার্য।

ভারতীয় রেলওয়ের রয়েছে সুপ্রাচীন ইতিহাস। আমরা অনেকেই রেলের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে কৌতূহলী। কোন স্টেশন থেকে প্রথমবারের জন্য ট্রেন ছেড়েছিল, কবে প্রথম ট্রেনের চাকা গড়িয়েছিল, ইত্যাদি বিষয় নিয়ে জানতে আমরা কম বেশি সকলেই আগ্রহী। তবে আপনি কি জানেন দেশের মধ্যে সবথেকে পুরনো রেল স্টেশন কোনটি?

 আরোও পড়ুন : তীব্র শীতের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণের জেলায় আরও কমবে তাপমাত্রা?

আজকের এই প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করব। দক্ষিণ ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হল তামিলনাড়ুর (Tamil Nadu) রায়পুরম (Royapuram Railway Station)। ১৬৭ বছরে পা দিয়েছে এই রেলস্টেশনটি। ভারতের হাওড়া স্টেশনের পর দেশের দ্বিতীয় প্রাচীনতম স্টেশন তামিলনাড়ুর রায়পুরম।

আরোও পড়ুন : এবার টার্গেট বড়? কেন্দ্রের কাছে CRPF কোম্পানি চেয়ে পাঠাল ED! রাজ্যজুড়ে তুঙ্গে জল্পনা

৪০ টি লোকাল ট্রেন এবং সাত জোড়া এক্সপ্রেস ট্রেন প্রতিদিন যাতায়াত করে এই স্টেশন থেকে। এই স্টেশন প্রথমবারের জন্য পথ চলা শুরু করে ১৮৫৬ সালের ২৮ জুন। ১৮৪৯ সালে মাদ্রাজ রেলওয়ে কোম্পানি পুনর্গঠিত হওয়ার সময় পরিকল্পনা করা হয় দক্ষিণ ভারতে নতুন রেল পথ তৈরি করার। নতুন স্টেশনের অবস্থান হিসেবে বেছে নেওয়া হয় রায়পুরমকে।

দক্ষিণ লাইনের কাজ শুরু হয় ১৮৫৩ সালে। রায়পুরম থেকে তৎকালীন কর্ণাটকের রাজার রাজধানী আরকোট পর্যন্ত প্রসারিত করা হয় লাইন। গভর্নর লর্ড হ্যারিস ১৮৫৬ সালের ২৮ জুন এই স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তারপর থেকেই দীর্ঘদিন ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল এই স্টেশনটি।

img 20240123 210235

রায়পুরম থেকে ওয়ালজাহ রোড পর্যন্ত ৬০ মাইল পথ পাড়ি দেয় এই স্টেশনের প্রথম যাত্রীবাহী রেল। ১৯২২ পর্যন্ত মাদ্রাজ ও দক্ষিণ মহারত্তা রেলওয়ের সদর দফতর ছিল এই রায়পুরম রেলওয়ে স্টেশনটি। উইলিয়াম অ্যাডেলপি ট্রেসি এই স্টেশনের রেনেসাঁ যুগের ধ্রুপদী শৈলীতে নির্মিত কাঠামোটি ডিজাইন করেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X