এই বছরই শেষ T20 বিশ্বকাপ খেলবেন এই ভারতীয় দিগগজ খেলোয়াড়, হতাশ ফ্যানেরা

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন সরগরম ভারতীয় ক্রীড়াজগৎ। ইতিমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা সম্পন্ন করেছে বিসিসিআই। আর সেই দলে একদিকে যেমন সবথেকে বড় চমক ছিল যুজবেন্দ্র চাহালের সুযোগ না পাওয়া, তেমনি অন্যদিকে বড় চমক ছিল রবীচন্দ্রন অশ্বিনের জন্য। কারণ ২০১৭ সালের পর ফের একবার চার বছর বাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কামব্যাক করলেন তিনি। স্বাভাবিকভাবে দুবাইতে নিজের সবকিছু উজার করে দিতে চাইবেন এই স্পিনার।

প্রথম থেকে অবশ্য ভারতীয় দলের পছন্দের অফস্পিনার ছিলেন ওয়াশিংটন সুন্দরই। কারণ বলের সাথে সাথে ব্যাট হাতেও যোগদান রাখতে সক্ষম সুন্দর। কিন্তু ইংল্যান্ড সফরে হঠাৎই চোট পান তিনি, ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগেই জানিয়েছিল সুন্দর ফর্মে না থাকলে রবীচন্দ্রন অশ্বিনকে দ্বিতীয় অফস্পিনার হিসেবে ভাববেন তারা। সেই সূত্র ধরেই প্রায় অপ্রত্যাশিত সুযোগ চলে আসে বর্ষীয়ান এই স্পিনারের কাছে। আর তাই এবার নিজের সর্বস্ব উজাড় করে দিতে চাইবেন তিনি।

এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সাদা বল হাতে ৪৬ টি ম্যাচ খেলে মোট ৫২ টি উইকেট শিকার করেছেন এই তারকা স্পিনার। ইকোনমি রেট ৬.৯৭। আরব আমিরশাহীতে উইকেট হতে চলেছে স্পিন সহায়ক, তাই এবার রবীচন্দ্রন অশ্বিনও চাইবেন পিচের পুরো ফায়দা তুলে নিতে। কারণ সম্ভবত এটাই হতে চলেছে তার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

IMG 20210909 191637

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে অস্ট্রেলিয়ায় সেখানে স্বাভাবিকভাবেই অফ স্পিনারের থেকে জোরে বোলিং অলরাউন্ডারদের উপরেই জোর দিতে চাইবে ভারতীয় দল। এই মুহূর্তে ৩৪ বছর বয়স অশ্বিনের, তাই পরের বিশ্বকাপগুলিতে তিনি কতখানি ফিট থাকবেন তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই সমস্ত কারণে এবারের বিশ্বকাপ রবীচন্দ্রন অশ্বিনের জন্য ‘লাইফটাইম অপারচুনিটি’ বলা যেতে পারে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর