নির্যাতিতার পরিবার পাবে ২৫ লাখ ও পাকা বাড়ি! লখিমপুর ধর্ষণ, খুন কাণ্ডে বড় ঘোষণা যোগীর

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের (UP) লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri Rape and Murder Case) দুই দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের এক মাসের মধ্যে সাজা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Aditya Nath)। এরই সঙ্গে তিনি ঘোষণা করেন নির্যাতিতাদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তারই সঙ্গে সরকারের তরফ থেকে ওই পারিবারকে পাকা বাড়িও তৈরি করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

কী হয়েছিল লখিমপুর খেরিতে? দুই দলিত কন্যা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার তোলপাড় লখিমপুর। পুলিশ সূত্রে খবর, একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৫। নিগহাসান থানা এলাকার একটি গাছ থেকে তাদের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দুই নাবালিকা সম্পর্কে দুই বোন৷ তাদের মায়ের অভিযোগ, মেয়েদের হত্যা করা হয়েছে। তাঁর দাবি, কয়েকজন যুবক বাইকে করে ওই নাবালিকদের অপহরণ করেছিল। অভিযোগের ভিত্তিতে খুন, ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

এই ঘটনায় রাজ্যের ডিপুটি সিএম ব্রজেশ পাঠক গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, রাজ্য সরকার এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষে রয়েছে। ফাস্ট ট্র্যাক আদালতে খুব দ্রুত দোষীরা শাস্তি পাবে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুহেল, জুনায়েদ, হাফিজুল রহমান, করিমুদ্দিন ও আরিফ নামের ৫ যুবককে। ছোটু নামে আরও একজন যে অভিযুক্তদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল, তাকেও গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ প্রধান সঞ্জীব সুমন সাংবাদিকদের বলেন, দুই নাবালিকাকে একটি আখ খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে সুহেল ও জুনায়েদ৷ সুহেল ও জুনায়েদের সঙ্গে দুই বোনের বন্ধুত্ব ছিল বলে অভিযোগ। পুলিস সূত্রে জানা যাচ্ছে, ‘ মেয়েরা বিয়ের জন্য জেদ করলে, পুরুষরা তাদের দোপাট্টা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর করিমুদ্দিন এবং আরিফ ঘটনাস্থলে এসে ঢাকতে সাহায্য করে। তারা মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখে যাতে এটিকে আত্মহত্যার মতো দেখায়।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর