ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে চলে গেল মালগাড়ি, নিহত ১৭

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদে (Aurangabad) রেললাইনের উপর শুয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে চলে গেল ট্রেন ৷ মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জনের ৷ জানা গিয়েছে, সব শ্রমিকরা রেলের ট্র্যাকের উপর ঘুমোচ্ছিলেন ৷ শুক্রবার সকাল ৬:৩০ নাগাদ জালনা ঔরঙ্গাবাদ রেলওয়ে লাইনের উপর দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘুমিয়ে থাকা ১৫জন পরিযায়ী শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷

 

এর পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে ৷ সকলে একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন ৷ এদিন তারা MIDC ঔরাঙ্গাবাদ যাচ্ছিলেন ৷ সারাদিন যাত্রা করার পর রাতে বিশ্রাম নেওয়ার জন্য রেল লাইনের উপর ঘুমোচ্ছিলেন ৷ আধিকারিকরা জানিয়েছেন মালগাড়ি ওই ট্র্যাকের উপর দিয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ ভুসাওয়াল থেকে জালনার পথ ধরা ওই শ্রমিকরা লকডাউনের মধ্যে হেঁটে মধ্য প্রদেশ ফিরছিলেন।

ঔরাঙ্গাবাদে কারমাডে তাঁদের ওপর দিয়ে ট্রেন চলে যায়। মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে। রেল লাইনের ধার ধরে হাঁটছিলেন তাঁরা, ক্লান্ত হয়ে পড়ায় ঘুমিয়ে পড়েন রেল লাইনের ওপরেই।ঔরঙ্গাবাদের কর্মাদ (Karmad) এলাকায় এই ঘটনার খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় রেল লাইনে শুয়ে ছিলেন ওই পরিযায়ী শ্রমিকেরা।

সম্পর্কিত খবর

X