করোনা ভাইরাসের কারণে ভারত থেকে সরিয়ে এই বছর আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে। এর একমাত্র কারণ এই মুহূর্তে ভারতে করোনা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। অপরদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। আর সেই কারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আমিরশাহিকেই আইপিএলের নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে।
আগামী 19 শে সেপ্টেম্বরে থেকে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে বসতে চলেছে তেরো তম আইপিএলের আসর। তবে আইপিএল খুব সামনে চলে এলেও এতদিন পর্যন্ত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা নিয়ে চলছিল জোর জল্পনা। বেশ কিছু প্রশাসনিক কারণের জন্য আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে পারছিল না বিসিসিআই। এর ফলে ভারতীয় ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করে এখনও পর্যন্ত কেন আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করছে না বিসিসিআই? কবেই বা ঘোষিত হবে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি?
তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হল আইপিএলের পূর্ণাঙ্গ সূচি।
আগামী 19 শে সেপ্টেম্বর আবুধবিতে ভারতীয় সময় 7:30 মিনিটে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়েই উদ্বোধন হতে চলেছে এবারের আইপিএল।