করোনা আতঙ্কের মধ্যেই অনুশীলন শুরু করে দিল ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল।

আইসিসির তরফে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল যে বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ধীরে ধীরে কেটে গেলে আগামী জুলাই মাসেই ফিরতে চলেছে ক্রিকেট। আগামী জুলাই মাসেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের রয়েছে ইংল্যান্ড সফর। আর সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেট দল স্থানীয় সরকারের অনুমতি নিয়ে বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুশীলন শুরু করে দিল।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মেডিকেল টিমের নির্দেশিকা মেনে সোমবার ক্রেইগ ব্রেথওয়েট, কেমার রোচরা, শাই হোপ, জেসন হোল্ডাররা ছোটো ছোটো গ্রুপে ভাগ হয়ে ঘাম ঝরান।

2627856664de999980e89994105a1ecc6aed874998ba823229772c6bdbc5bb2a366e4e58

বিশ্বের করোনা পরিস্থিতি মিটে গেলে আইসিসির তৈরি করে দেওয়া নতুন গাইডলাইন মেনে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই ফের বিশ্বজুড়ে শুরু হতে পারে ক্রিকেট। জানা গিয়েছে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন ইংল্যান্ডের পেসাররা এবং জুন মাসের প্রথম থেকেই পুরো ইংল্যান্ড দল অনুশীলনের নেমে পড়বেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর