বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যেই চীনে (China) আরও একটি বিপদ সংগঠিত হয়েছে। তবে এবারের এই বিপদ আবহাওয়া (Weather) সংক্রান্ত। সম্প্রতি চীনের দুই প্রান্তের দুই চিত্র উঠে এসেছে, যেখানে দুরকমের আবহাওয়া বিরাজ করছে। একদিকে প্রবল দাবদাহে অতিষ্ট মানুষ চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষা করছে, অন্যদিকে বন্যার জলে দিশেহারা চীনবাসী। সমগ্র বিশ্বে করোনা মহামারি ছড়িয়ে দিয়ে বর্তমানে চীন এখন আবহাওয়া জনিত সমস্যায় দিন কাটাচ্ছে।
দক্ষিণী চীনে ভয়াবহ বন্যা পরিস্থিতি
বিগত কয়েকদিনের নিম্নচাপের জেরে দক্ষিণী চীনে লাগাতার ভারী বর্ষণ হয়ে চলেছে। জনজীবন বিঘ্নিত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির ফলে জলস্তর বাড়তে বাড়তে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লক্ষাধিক মানুষজন, বসতি এবং বেশ কয়েকটি এলাকা এই বন্যার জলে প্রভাবতি হয়েছে। বন্যা প্লাবিত অঞ্চলে মানুষজন খাদ্য বাসস্থান হারিয়ে আশ্রয়ের সাহায্যে রয়েছে।
তীব্র দাবদাহে জ্বলছে সংঘাই
এর ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে চীনের আর্থিক রাজধানী সংঘাইয়ে। আবহাওয়ার মারে সেখানে তাপমাত্রার উষ্ণতা রেকর্ড সীমা পার করে গেছে। মানুষজন গরমে নাজেহাল হয়ে পড়েছে। বৃষ্টির অপেক্ষায় যেন অপেক্ষারত চাতক পাখির মত অবস্থা তাঁদের। গরমের থেকে রেহাই মিলতে ঘর থেকে বেরিয়ে জলের ফোয়ারায় খেলছে শিশুরা। বাড়তে থাকা উষ্ণতা মানুষের বেঁচে থাকা দায় করে তুলেছে।
দুই প্রান্তেই জারী সতর্কতা
বাড়তে থাকা তাপমাত্রার কারণে সংঘাইয়ের আধিকারিক ‘অরেঞ্জ হিট অ্যালার্ট’ও জারী করে দিয়েছে। কিন্তু অপরদিকে দক্ষিণী চীনের ভয়াবহ পরিস্থিতিতে লাল সতর্কতা জারী করা হয়েছে। বন্যার জলস্তর ক্রমাগত বৃদ্ধির ফলে সেখানেকার মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে।