বাংলাহান্ট ডেস্কঃ কথায় বলে, ‘ভাল-মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে’। সে যে সেনার স্ত্রী, তাই তাঁর চোখে জল মানায় না! বুক ফেটে চৌচির হয়ে গেলেও, চোখ থেকে বেরোল না জল! শুধু স্ত্রীকেই নয়, ১৭ বছরের কন্যাটিও যেন একই শিক্ষায় শিক্ষিত। হাসি মুখেই যেন সাহসের সঙ্গে বিদায় জানালেন কাছের মানুষ ব্রিগেডিয়ার এলএস লিড্ডারকে।
৮ ই ডিসেম্বর ২০২১, সেই মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের (Bipin Rawat) সঙ্গে অনুষ্ঠান যাত্রায় সঙ্গী ছিলেন ব্রিগেডিয়ার এলএস লিড্ডারও। মোট ১৪ জন যাত্রীর মধ্যে দুর্ঘটনায় ঝলসে গিয়েছিলেন ১৩ জন। তবে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
সেদিনের ঘটনায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ইতিমধ্যেই শণাক্ত করা গিয়েছে ৩ জনকে। ঝলসে যাওয়ার কারণে বাকি ১০ জনের দেহ এখনও শণাক্ত করা যায় নি। গতকাল দিল্লীর ব্রার স্কোয়ারের শেষকৃত্য সম্পন্ন করা হয় চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের। একই সঙ্গে চোখের জলে বিদায় জানানো হল ব্রিগেডিয়ার এলএস লিড্ডারকে।
#WATCH | "…We must give him a good farewell, a smiling send-off, I am a soldier's wife. It's a big loss…," says wife of Brig LS Lidder, Geetika pic.twitter.com/unLv6sA7e7
— ANI (@ANI) December 10, 2021
ব্রিগেডিয়ার এলএস লিড্ডার স্ত্রী গীতিকা লিড্ডার জানান, ‘দারুণ পার্সোনালিটির মানুষ ছিলেন উনি, সকলকে সমানভাবে ভালোবাসতেন। ”লার্জার দ্যান লাইফ” বাঁচতেন বলেই, এত মানুষ তাঁকে শেষ সময়ে বিদায় জানাতে এসেছেন। একজন সেনার স্ত্রী আমি, কিছুই বলার নেই আর। আমাদের সন্তানও খুব মিস করবে ওর বাবাকে। তাঁকে তো বিদায় দিতেই হবে, তবে হাসিমুখেই বিদায় জানাচ্ছি’।
বাবাকে শেষ বিদায় জানাতে এসে মেয়ে আশনা লিড্ডার বলেন, ‘১৭ বছরে পড়ব আমি, আর এই এতগুলো বছর ধরে বাবা ছিল আমার সবথেকে প্রিয় বন্ধু। সেইসঙ্গে তিনি একজন দেশনায়কও ছিলেন। সবচেয়ে বড় প্রেরণা ছিলেন উনি। এটাই হয়ত আমাদের ভাগ্য, ওনার স্মৃতি নিয়েই আগামী দিনে চলতে হবে আমাদের’।