‘কর্মরত থাকাকালীন কীভাবে গুলি লাগল?’, শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়ের করল মৃত নিরাপত্তারক্ষীর স্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ ২০১৮ সালের পুরনো ঘটনা আবারও প্রকাশ্যে আসছে। নতুন করে FIR দায়ের হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে। কাঁথি থানায় নতুন করে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের নামে অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারীর মৃত নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর (Suvabrata Chakraborty) স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী।

নতুন মোড় নিচ্ছে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর মৃত্যু রহস্য। এবার বিরোধী দলনেতার দিকেই অভিযোগের তিরকে আরও গভীর করলেন নিরাপত্তারক্ষীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তাঁর দাবি, এতদিন আতঙ্কে মুখ বন্ধ করে থাকলেও, এখন ন্যায় বিচারের আসায় সোচ্চার তিনি। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তীর দাবি, ‘২০১৮ সালের ১৩ শে অক্টোবর শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী থাকাকালীন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন আমার স্বামী। সন্ধ্যার সময় তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কেন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছিল?’।

তিনি আরও অভিযোগ তোলেন, ‘চলতি বছর ২১ শে মে কয়েকজন বাড়িতে এসে আমাকে হুমকি দিয়ে যায়। তাঁরা জানতে চায়, আমার কাছে কোন ফোন এসেছিল কিনা। বর্তমানে আমি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। এতদিন ধরে আতঙ্কে মুখ বন্ধ করে থাকলেও, আমি এখন আমার স্বামীর মৃত্যু রহস্য প্রকাশ্যে আনতে চাই’।

Smita Hari

সম্পর্কিত খবর