আইপিএলে গড়াপেটার দায়ে আজীবন নির্বাসিত থাকা ব্যাক্তির স্ত্রী এবার ক্রিকেট সংস্থার সভাপতি হচ্ছেন।

তামিলনাড়ু ক্রিকেট থেকে কিছুতেই শ্রীনিবাসনের ছায়া সরানো যাচ্ছে না। এই এন শ্রীনিবাসন হচ্ছেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ক্রিকেট প্রশাসক। তাই বারবার শ্রীনিবাসন কে ক্রিকেট থেকে দূরে রাখতে চেয়েও যেন ব্যার্থ হচ্ছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। এবার শ্রীনিবাসনের কন্যা রুপা তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি হিসাবে নির্বাচিত হতে চলেছেন।

তামিলনাড়ু ক্রিকেট সংস্থায় নির্বাচন হতে চলেছে আগামী 26 শে সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামীকাল অর্থাৎ 24 শে সেপ্টেম্বর। কিন্তু হাতে আর মাত্র একদিন থাকার সত্ত্বেও এখন পর্যন্ত রূপা গুরুনাথ ছাড়া আর কেউই সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেন নি। এর ফলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি পদে বিনা প্রতিদ্বদ্বিতায়  বসতে চলেছে রূপা গুরুনাথ।

82199297a70d703c582afb719eac0497fa596841

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি পদে এই প্রথমবারের জন্য বসতে চলেছেন কোনো মহিলা। কিন্তু ইতিমধ্যেই সবাই বুঝে গিয়েছেন রূপ দেবী যতই সভাপতি পদে বসুক না কেন মূল রাশ কিন্তু শ্রীনিবাসনের হাতেই থাকবে অর্থাৎ পিছনে থেকে পুরোটা নিয়ন্ত্রণ করবে শ্রীনিবাসন। আর কার্যত এখানেই চিন্তা বাড়ছে সকলের। কারণ শ্রীনিবাসনের মত একজন দুর্নীতিগ্রস্ত মানুষ যে খুব একটা ভালো কাজ করবেন না সেটা সবাই জানেন।

উল্লেখ্য, এই রুপার স্বামী তথা শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মেইয়াপ্পানকে 2013 সালের আইপিএলে গোড়াপেটার দায়ে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর গুরুনাথকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। আর এবার সেই গুরুনাথ মেইয়াপ্পানের স্ত্রী রুপাই ফের একবার বসতে চলেছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার চেয়ারম্যান পদে। আর এটা যে তামিলনাড়ু ক্রিকেটের জন্য খুব একটা ভালো খবর নয় সেটা সবাই বুঝতে পারছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর