বাংলা হান্ট ডেস্ক : রবিবার বাংলার (West Bengal) আবহাওয়া (Weather) ছিল বড়োই বিচিত্র। ডিসেম্বরের শেষে কোথাও দেখা গেল মেঘলা আকাশ তো কোথাও আবার গুমোট গরম। অবস্থার পরিবর্তন হলনা বড়দিনেও। উৎসবের মরশুমে স্বাভাবিকের চেয়ে একটু বেশিই গরম বঙ্গে। সেইসাথে রয়েছে কুয়াশার দাপট। অর্থাৎ সবে মিলিয়ে বড়দিনে শীত ‘বড়’ হবে না বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (India Meteorological Department)।
রবিবারের মত সোমবারও বাঙালির সকাল শুরু হয়েছে কুয়াশা দিয়ে। তবে বেলা বাড়ার সাথে সাথেই উঁকি দেবে রোদের ঝিলিক। শীত না থাকলেও মিঠে রোদের আমেজে শরীর চাগিয়ে নিতে পারবে বঙ্গবাসী। হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, সোমবার গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা একটু একটু করে বাড়বে। অর্থাৎ বড়দিন কাটবে কনকনে ঠান্ডা ছাড়াই।
কলকাতার আবহাওয়া (Kolkata Weather): আপাতত কলকাতার তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। সেই সাথে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই বলেই খবর। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যেখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে।
আরও পড়ুন : ‘মমতাই আসল সান্তা, সারাবছর উপহার বিলি করেন’, বড়দিনের আগে বড় দাবি ফিরহাদের
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather): দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শীতের আমেজ। তবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে জেলায় জেলায় বেড়েছে জলীয়বাষ্পের মাত্রা। যারফলে কনকন শীত এখন নিরুদ্দেশ। সকালটা কুয়াশা দিয়ে শুরু হলেও বেলা বাড়লেই বাড়বে দৃশ্যমানতা। তবে স্বস্তি এটুকুই যে, আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। তাই শীতপ্রেমীদের জন্য এটা খারাপ খবর হলেও এই বছরটা শীতকাতুরেদের জন্য ভালোই কাটবে।
আরও পড়ুন : ‘সরকারই চাইছেনা’, পরীক্ষার প্রশ্ন ফাঁস হতেই রাজ্যের দিকে আঙুল তুললেন ‘টেট পাশ’ পরীক্ষার্থী
উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal): হাওয়া অফিসের খবর, উত্তরবঙ্গের তাপমাত্রা এখন নিম্নমুখী। আপাতত আকাশ ঝরঝরে পরিস্কার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গত রবিবার দার্জিলিং-র তাপমাত্রা নেমেছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। যেখানে কোচবিহারের তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি। মৌসম ভবনের আগাম বার্তা, আগামী ২৮ তারিখ দার্জিলিঙে তুষারপাত হতে পারে। পর্যটকদের জন্য দার্জিলিং ভ্রমণের এটা একটা ভালো সময়।
শীতের কামব্যাক : বর্ষশেষ এবং বর্ষবরণ পর্যন্ত জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে মেঘলা আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। অন্তত আগামী পাঁচদিন পরিস্থিতির খুব একটা বদল হবেনা বলেই জানাচ্ছে হাওয়া অফিস।