দীঘায় আকর্ষণের নতুন কেন্দ্রবিন্দু ১০০ কোটির জগন্নাথ মন্দির, কতদূর এগোল নির্মাণ কাজ?

বাংলাহান্ট ডেস্ক : পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় (Digha) তৈরি হচ্ছে বিশাল জগন্নাথ মন্দির।১০০ কোটি টাকা ব্যয়ে এই মন্দিরের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছে হিডকো। তারা জানিয়েছে, ২০২৩ এর শেষের দিকেই প্রস্তুত হয়ে যাবে দীঘার এই জগন্নাথ মন্দির।এই মন্দির তৈরি হয়ে গেলে দীঘার মুকুটে যুক্ত হবে নতুন পালক।সরকার মনে করছে এর ফলে দীঘায় পর্যটক সমাগমও বৃদ্ধি পাবে।

নিউ দিঘা রেলস্টেশন থেকে ওল্ড দিঘাগামী রাস্তার পার্শ্ববর্তী ২০ একর জমিতে তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির।এই নির্মাণ কার্যের দায়িত্বে থাকা হিডকোর প্রধান বাস্তুকার সুমন নিয়োগী বলেছেন,” মন্দির নির্মাণের কাজ চলছে।রাজস্থানের বংশী পাহাড়পুরের বালিপাথর মন্দির নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে।এই মন্দিরের উচ্চতা রাখা হবে ৬৫ মিটার।১০০ কোটি টাকা এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে।”

দিঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক মানসকুমার মণ্ডল জানিয়েছেন,” কোনো রকম জমি অধিগ্রহণ ছাড়াই এই প্রকল্প নির্মিত হচ্ছে।এই বছরের এপ্রিল মাস থেকে মন্দির নির্মাণের কাজ সরকারি জমিতেই শুরু হয়েছে।” এরই সাথে তিনি জানান, মন্দিরের ভিতর থাকবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।এছাড়াও কিছু স্টল থাকবে যাতে পুজোর সামগ্রী বিক্রি হবে।”

মানস বাবুর দাবি, এই মন্দির তৈরি হয়ে গেলে দীঘায় পর্যটকদের আগমন বাড়বে।তিনি জানান মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প তৈরি করতে তারা কোনো খামতি রাখছেন না। পার্ক, বোটিং, নেচার পার্ক সহ নানান সাজসজ্জার পাশাপাশি নতুন জগন্নাথ মন্দির দীঘার মুকুটে নতুন পালক যোগ করবে বলে তার আশা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর