NRC-র কাজ এখনও অসম্পূর্ণ, হিন্দুদের ন্যায় বিচার পাইয়ে দিতে হবেঃ হিমন্ত বিশ্ব শর্মা

বাংলাহান্ট ডেস্কঃ বরাক উপত্যকা অঞ্চলে বসবাসকারী হিন্দুদের প্রতি ন্যায়বিচার করার দাবীতে সোচ্চার হলেন হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma)। অসমের নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি অসম্পূর্ণ বলে দাবি করলেন খোদ বিজেপির প্রভাবশালী নেতা তথা হিমন্ত বিশ্ব শর্মা।

করিমগঞ্জ জেলার বারাক উপত্যকায় বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘আমরা বরাক উপত্যকার হিন্দুদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি। হিন্দুদের ন্যায় বিচার দেওয়ার জন্য আরও কিছু কাজ আমাদের করতে হবে। প্রায় ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেছে’।

Himanta Biswa Sarma 678x381 1

তিনি আরও বলেন, ‘আমাদের ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেলেও প্রতীক হ্যাজেলার কারণে বাকি কাজ অসম্পূর্ণ রয়েছে। আমাদের এখনও কিছু কাজ করা বাকি আছে। এখনও ভারত মাতার উপর আস্থা রেখে হাজার হাজার মানুষ এখনও ডিটেনশন ক্যাম্পে রয়েছে। তাদের ন্যায় বিচার পাইয়ে দিতে হবে’।

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত বছর এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল ৩১ শে আগস্ট। এই তালিকায় নাম উঠেছিল ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জনের এবং ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম বাদ গিয়েছিল সেই তালিকা থেকে। পরে দেখা গেছে এই তালিকা থেকে বহু হিন্দু ব্যক্তি এমনকি বরাক উপত্যকার বহু হিন্দু ব্যক্তির নাম বাদ পড়েছে, যাদের ন্যায় বিচার দেওয়ার কথা ছিল। কিন্তু উল্টে এমন অনেক মুসলিমের নাম সেখানে রয়েছে, যারা তথাকথিত ভাবে অনুপ্রবেশকারী। তাই এই তালিকা আবারও নতুন করে করা যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর