বাংলাহান্ট ডেস্কঃ করোনা নিয়ে তোলাপাড় পুরো বিশ্ব। বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভ্যাকসিন আবিষ্কারের জন্য। এবার বিশ্বের প্রথম সবচেয়ে সস্তা করোনা টেস্ট কিট Corosure আবিষ্কার করল আইআইটি দিল্লি!
COVID-19: आ गई दुनिया की सबसे सस्ती जांच किट
टेलीग्राम पर देखें:https://t.co/oiYCsNBJj2@MoHFW_INDIA @HRDMinistry@drharshvardhan@DrRPNishank@ICMRDELHI @iitdelhi #COVID19 pic.twitter.com/3HZe0qnPUo
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) July 16, 2020
আইআইটি আধিকারিকদের মতে, RT-PCR অ্যাসে-এর বেস প্রাইস মাত্র ৩৯৯ টাকা। RNA আইসোলেশন এবং ল্যাবোরেটরি খরচ যোগ করলেও টেস্ট পিছু খরচ ৬৫০ টাকার বেশি হবে না বলেই দাবি আইআইটি-দিল্লির।
বর্তমানে যে সব কিট ব্যবহার করা হচ্ছে করোনা পরীক্ষার জন্যে তার চেয়ে এর দাম অনেকটাই কম। আর কোভিড পরীক্ষার ফলও জানা যাবে মাত্র তিন ঘন্টার মাথায়।বর্তমানে RT-PCR পদ্ধতিতে বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে গেলে খরচ হয় প্রায় ২,৪০০ টাকা। ফলে IIT দিল্লির গবেষকদের তৈরি নতুন এই কিট ব্যবহার করলে করোনা পরীক্ষার খরচ এক ধাক্কায় প্রায় ১,৮০০ টাকা কমে যাবে।
Union Human Resource Development Minister, Shri Ramesh Pokhriyal 'Nishank’ e-launched the World’s most affordable RT-PCR based COVID-19 diagnostic kit developed by IIT Delhi through video conferencing. MoS for HRD Shri Sanjay Dhotre was also present on the occasion. pic.twitter.com/OIvWad21oD
— IIT Delhi (@iitdelhi) July 15, 2020
কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল (Ramesh Pokhriyal) এই টেস্ট কিট লঞ্চ করেন। আগামীদিনে দেশের সরকার অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে ব্যবহার করা যাবে Corosure। বুধবার মন্ত্রী রমেশ পোখরিয়াল বলেন, ‘Corosure কিট একেবারেই ভারতীয় পদ্ধতিতে তৈরি হয়েছে এবং অন্যান্য কিটের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে।
এই মুহূর্তে করোনা প্যানডেমিক সংক্রমণ রোধ করতে দেশের প্রয়োজন কম খরচের ভরসাযোগ্য টেস্ট কিট। এই কিটকে I CMR-ও অনুমোদন দিয়েছে। সংস্থার তরফে পেয়েছে সর্বোচ্চ নম্বর। এছাড়াও DCGI-এর থেকে Corosure ছাড়পত্র পেয়েছে।’ তাঁর মতে Make In India- লক্ষ্যে এই আবিষ্কার নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
আইআইটি-দিল্লিই দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যার কোভিড টেস্টিং প্রক্রিয়া আইসিএমআর-এর অনুমোদন পেয়েছে। বর্তমানে IIT-Delhi-র তরফে দেশের ১০টি সংস্থাকে নন-এক্সক্লুসিভ ওপেন লাইসেন্স দেওয়া হয়েছে কোভিড পরীক্ষা বাণিজ্যিক স্তরে করার জন্যে। তবে পরীক্ষার জন্যে প্রয়োজনীয় অ্যাসে-র দাম ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
গবেষক দলের প্রধান অধ্যাপক বিবেকানন্দ পেরুমাল জানিয়েছেন, ‘এই ইউনিক রিজিয়ন অন্য কোনও মানব করোনাভাইরাসে উপস্থিত নয়। ফলে এর থেকে নিশ্চিতভাবে COVID-19সনাক্ত করা যায়।’