মার্কেটে এল বিশ্বের প্রথম Flying Bike, প্রতি ঘণ্টায় চলবে ১০০ কিমি বেগে! দাম এত টাকা

বাংলা হান্ট ডেস্ক: নিত্যদিনের যাতায়াতের ক্ষেত্রে আমরা সাধারণত সাইকেল, বাইক কিংবা বাস-ট্রেনের ওপরেই নির্ভর করি। যদিও, ক্রমশ বাড়তে থাকা যানজটের কারণে অফিস টাইমে বিড়ম্বনায় পড়তে হয় নিত্য যাত্রীদের। এমতাবস্থায়, মনে করুন তো যদি আপনার বাইকটি উড়তে পারতো, তাহলে ঠিক কেমন হত! হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও বর্তমানের উন্নত প্রযুক্তির যুগে সমস্ত অসম্ভবকেই সম্ভব করে তোলা হচ্ছে। আর সেই রেশ বজায় রেখেই এবার সামনে এল বিশ্বের প্রথম উড়ন্ত বাইক (World’s First Flying Bike)।

জাপানি স্টার্টআপ তৈরি করেছে এই বিষ্ময় বাইক: এই প্রসঙ্গে মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, জাপানের স্টার্টআপ “AERWINS Technologies” এই উড়ন্ত বাইকটি তৈরি করেছে। পাশাপাশি, এই বাইকটির নাম দেওয়া হয়েছে XTurismo। গত বৃহস্পতিবার, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট অটো শোতে এই বাইকটি দেখানো হয়েছে। এই বাইকটির ওড়ার ক্ষমতা দেখলে সকলেরই কোনো সুপারহিরোর সিনেমার কথা মনে পড়বে।

দাম জানলে অবাক হবেন: ইতিমধ্যেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই উড়ন্ত বাইকটির ওজন হল ৩০০ কেজি। পাশাপাশি, বাইকটি ৪০ মিনিট যাবৎ ১০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে উড়তে সক্ষম। বাইকটির মূল্য হল ভারতীয় মুদ্রায় প্রায় ৬.১৮ কোটি টাকা। জানা গিয়েছে, এই বাইকটি ইতিমধ্যেই জাপানে বিক্রি হচ্ছে। এমতাবস্থায়, আন্তর্জাতিক বাজারে বাইকটির লঞ্চ সম্প্রতি হল। এই প্রসঙ্গে “AERWINS Technologies” স্টার্টআপের প্রতিষ্ঠাতা এবং সিইও Shuhei Komatsu জানিয়েছেন যে, এই বাইকটি ২০২৩ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে।

Komatsu আরও জানিয়েছেন যে, তাঁরা এই বাইকের দাম কমিয়ে আনার চেষ্টা করছেন। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রে বাইকটির একটি ছোট ভার্সান পাওয়া যাবে বলেও জানান তিনি। Komatsu-র মতে, তাঁর কোম্পানি এই উড়ন্ত বাইকের একটি বৈদ্যুতিক মডেল তৈরির কাজ করছে। এমতাবস্থায়, XTurismo-এর বৈদ্যুতিক মডেল ২০২৫ সালের মধ্যে প্রস্তুত করা হবে বলে দাবি করা হয়েছে।

বাইকটি চালানোর অভিজ্ঞতা: ইউরো নিউজের মতে, ডেট্রয়েট অটো শো-এর সদস্য, Thad Szott এই উড়ন্ত বাইকটির একটি টেস্ট ড্রাইভ সম্পন্ন করেন। তারপরে তিনি জানান, এই অভিজ্ঞতা খুবই ভালো। যদিও, প্রথমে ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু ওই বাইক চালানোটা একটা রোমহর্ষক ব্যাপার। Szott এর মতে, “আমি নিজেকে ভেবেছিলাম ১৫ বছরের একটি ছেলে যে কিনা Star Wars-এর একটি অংশ ছিল। এই উড়ন্ত বাইকটি ভবিষ্যতে খুবই উপযোগী প্রমাণিত হবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর