বিশ্বের প্রথম পাইলট যার নেই কোনো হাত! পা দিয়েই বিমান চালান মহিলা

বাংলা হান্ট ডেস্ক: শুধুমাত্র মনের জোরের জেরে যে অসম্ভবকেও সম্ভব করা যায় তা আরও একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখালেন এই মহিলা। সমস্ত প্রতিবন্ধকতাকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন এক অনন্য রেকর্ড! শুধু তাই নয়, সকলের কাছেই আজ তিনি এক অনুপ্রেরণাও বটে।

বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের এমন একজন মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি হাত দিয়ে নয়, বরং পা দিয়েই দক্ষতার সাথে উড়িয়ে নিয়ে যান বিমান। শুনে অবাক হয়ে গেলেও এটাই কিন্তু সত্যি। আমরা সকলেই জানি যে, পাইলট হওয়া অত্যন্ত কঠিন একটি কাজ। শুধু তাই নয়, সফল পাইলট হতে গেলে একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় প্রার্থীদের। তবে, সমস্ত কিছুকেই ধাপে ধাপে পার করে সফল হয়েছেন এই মহিলা।

আমরা যে মহিলার কথা বলছি তিনি হলেন জেসিকা কক্স। জেসিকা বিশ্বের প্রথম এবং একমাত্র পাইলট যার কোনো হাত নেই। শুধু তাই নয়, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও জেসিকার নাম নথিভুক্ত করা হয়েছে। তিনি আমেরিকায় থাকেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, জেসিকাই একমাত্র মহিলা যিনি হাত ছাড়াই বিমান চালানোর লাইসেন্স পেয়েছেন। তবে জেনে অবাক হবেন যে, জেসিকা শুধু প্লেনই চালান না, বরং পা দিয়ে গাড়িও চালান। এছাড়াও, তিনি স্কুবা ড্রাইভিংও করতে পারেন। পাশাপাশি, কম্পিউটারে কাজ করার সময়ে তিনি তাঁর পা দিয়েই কীবোর্ডে টাইপ করেন।

এখন জেসিকার বয়স হল ৩৯ বছর। ১৯৮৩ সালের ২ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় জন্মগ্রহণ করেন তিনি। ভাগ্যের নির্মম পরিহাসে জন্ম থেকেই হাত ছাড়া জন্মেছিলেন তিনি। তাঁকে দেখে তাঁর বাবা-মাও অবাক হয়ে যান। তবে, শারীরিক ভাবে প্রতিবন্ধী হয়েও তাঁর জেদ ছিল অদম্য। তিনি তাঁর পা দিয়েই লেখেন।এমনকি, বাকি কাজগুলিও পা দিয়েই সম্পন্ন করেন।

152169 news

জানা গিয়েছে, জেসিকা আগে নকল হাতের সাহায্যে তাঁর কাজগুলি করতেন। এদিকে, মাত্র ২২ বছর বয়সেই তিনি তাঁর পা দিয়ে একটি বিমান উড়িয়েছিলেন। সেখান থেকেই শুরু হয় তাঁর আকাশে ওড়ার স্বপ্ন। এখনও পর্যন্ত মোট ২৩ টি দেশে ভ্রমণ করেছেন জেসিকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর