বিশ্বের সবথেকে বড় অফিস তৈরি হল ভারতে, হবে এই কাজ! উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: এতদিন যাবৎ বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিংয়ের তকমা ছিল আমেরিকার (America) প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনের কাছে। তবে, এবার এইক্ষেত্রে টক্কর দিল ভারত (India)। ইতিমধ্যেই সিএনএনের একটি রিপোর্টে এই প্রসঙ্গে জানানো হয়েছে যে, গুজরাটের সুরাটে সদ্য নির্মাণ হওয়া একটি ভবন এবার বিশ্বের বৃহত্তম অফিস বিল্ডিং হিসেবে বিবেচিত হবে।

জানা গিয়েছে, ওই বিল্ডিংটি হিরে ব্যবসা কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে। পাশাপাশি, এটির নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছে চার বছর। এমতাবস্থায়, চলতি বছরের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিল্ডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সুরাট বিশ্বের রত্ন রাজধানী হিসেবে পরিচিত। এখানে বিশ্বের ৯০ শতাংশ হিরে কাটার কাজ হয়।

এদিকে, জানা গিয়েছে এই বিল্ডিংয়ে ৬৫ হাজারেরও বেশি হিরে প্রফেশনালস কাজ করতে পারবেন। যাঁদের মধ্যে পলিশার্স, কাটার্স এবং ব্যবসায়ীরা সামিল থাকবেন। অর্থাৎ, এক কথায়, এটিকে ওয়ান স্টপ ডেস্টিনেশন হিসেবে তৈরি করা হয়েছে। এমতাবস্থায়, ওই বিল্ডিংয়ের নাম দেওয়া হয়েছে সুরাট ডায়মন্ড বোর্স।

পাশাপাশি, সিএনএন-এর রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ১৫ তলার এই বিল্ডিংটি ৩৫ একর জমি জুড়ে বিস্তৃত রয়েছে এবং নয়টি আয়তাকার ভবন নিয়ে গঠিত। যেগুলি প্রত্যেকটি একটি সেন্ট্রাল স্পাইন দ্বারা সংযুক্ত রয়েছে। যে কোম্পানিটি এই বিস্তৃত কমপ্লেক্সটি তৈরি করেছে তার মতে, এই ভবনে ৭১.১ মিলিয়ন বর্গফুট ফ্লোর স্পেস রয়েছে।

হাজার হাজার মানুষ ব্যবসার সুবিধা পাবেন: এদিকে, এসডিবি-র ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, এই অফিস কমপ্লেক্সে একটি বিনোদনের ক্ষেত্র এবং পার্কিং এলাকা রয়েছে। যা ২০ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত। মূলত, এসডিবি হল ডায়মন্ড বোর্স দ্বারা প্রচারিত একটি অলাভজনক সংস্থা। পাশাপাশি, এটি কোম্পানি আইন, ২০১৩-র ধারা ৮-এর অধীনে রেজিস্টার্ড একটি সংস্থাও । এই প্রসঙ্গে সিএনএন-এর সাথে কথা বলার সময় সংশ্লিষ্ট প্রকল্পের সিইও মহেশ গড়ভি জানিয়েছেন যে, নতুন বিল্ডিং কমপ্লেক্সটি হাজার হাজার মানুষকে ব্যবসা করার ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ দেবে।

The world's largest office building has been built in India

হিরে কোম্পানিগুলি বিল্ডিংটি তৈরি হওয়ার আগেই তাদের অফিস কিনে নেয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, একটি আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতার পর ভারতীয় স্থাপত্য প্রতিষ্ঠান মরফোজেনেসিস ভবনটির নকশা তৈরি করেছে। পাশাপাশি, গড়ভি সিএনএনকে আরও জানান, “পেন্টাগনকে পেছনে ফেলা আমাদের লক্ষ্য ছিল না। বরং, সামগ্রিক চাহিদার ভিত্তিতে এই প্রকল্পের আকার নির্ধারণ করা হয়েছিল।” তিনি বলেন, সব অফিস নির্মাণের আগেই হিরে কোম্পানিগুলি সেগুলি কিনে নেয়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর