2019 সালের আগস্ট মাস থেকে শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বছর অর্থাৎ 2021 সালের জুন মাসে। কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা ভাইরাস যা প্রভাব ফেলেছে তার জন্য বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ড গুলি আইসিসির কাছে আবেদন জানিয়েছে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং দু’বছরের সমস্ত ধরনের ওয়ানডে সিরিজ লীগ গুলি বাতিল করতে। আইসিসির তরফে জানানো হয়েছে যদি সব দেশের ক্রিকেট বোর্ড গুলি রাজি হয় তাহলে এই টুর্নামেন্ট গুলি বাতিল করে দেবে আইসিসি।
করোনার জন্য আইসিসির তরফে জুন মাস পর্যন্ত সব ধরনের ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে লীগ ম্যাচগুলি করা হয় তাহলে ক্রিকেটীয় সূচীতে চরম পরিবর্তন আনতে হবে।
করোনার কারনে এই মুহূর্তে সমস্ত ধরনের ক্রিকেট বন্ধ থাকার কারণে টিটিয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ গুলিও স্থগিত হয়ে রয়েছে। অপরদিকে পরপর দুবছর দুটি টিটোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। সেই কারনে কোনো ভাবেই এবারের টিটিয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিতে চাইছে না ক্রিকেট বিশ্বের অন্যতম প্রধান তিন বোর্ড ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। কারন এই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ যদি পিছিয়ে পরের বছর করা হয় তখন পরের বছর ভারতে হতে চলা টিটোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে অসুবিধা হবে, এতে বিপুল পরিমাণ অৰ্থিক ক্ষতির মুখে পড়বে ক্রিকেটে বোর্ড গুলি। সেই কারণেই বিসিসিআই, সিএ এবং ইসিবি চাইছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে লীগ ম্যাচগুলি বাতিল করে যাতে দুটি বিশ্বকাপ ঠিকঠাক ভাবে করা যায়।