এমনও সম্ভব! শখপূরণ করতে গিয়ে ১১ লক্ষ টাকা খরচ করে মানুষ থেকে “কুকুর” হলেন যুবক

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক মানুষেরই কিছু নিজস্ব শখ থাকে। কেউ বেড়াতে ভালোবাসেন, কেউ আবার পুরোনো কয়েন সংগ্রহ করতে পছন্দ করেন আবার কেউ কেউ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোটাকেই নিজের শখ হিসেবে বেছে নেন। মূলত, আমাদের চারপাশে এইরকম মানুষদেরই আমরা দেখতে পাই। তবে, দিন যত এগোচ্ছে ততই মানুষের শখও ক্রমশ পাল্টে যাচ্ছে।

বর্তমান সময়ে অনেকেই শুধুমাত্র শখ মেটাতে সারা শরীরে ট্যাটু করে ফেলেন। অনেকে তো আবার সবকিছুর উর্ধ্বে উঠে নিজেকে কদাকার বানানোর জন্য রূপই বদলে ফেলেন। এক কথায়, নেহাত শখ পূরণের জন্য কিছু মানুষ এখন কার্যত খরচের চিন্তা না করেই এমন সব কান্ড ঘটিয়ে ফেলেন যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় অন্যান্যদের।

তবে, সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা শোনার পর কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছেন সকলে। শুধু তাই নয়, শখ পূরণের জন্য যে একজন মানুষ এই ভাবনাও ভাবতে পারেন তা ভেবেই আরও চমকে গিয়েছেন সকলে। এমনকি, এই সংক্রান্ত একটি পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। মূলত, সম্প্রতি একজন ব্যক্তি শখপূরণের তাগিদে মানুষ থেকে কার্যত “কুকুর” বানিয়ে ফেলেছেন নিজেকে!

হ্যাঁ, প্রথমে শুনলে সম্পূর্ণ অবিশ্বাস্য এবং অদ্ভুত মনে হলেও ঘটনাটি কিন্তু একদম সত্যি। অর্থাৎ, এইরকমই এক ঘটনা ঘটিয়েছেন জাপানের এক যুবক। শখের বশে নিজেকে কুকুরের রূপ দিয়েছেন তিনি। জানা গিয়েছে যে, টাকো নামে ওই যুবকের নাকি মানবজীবন ভাল লাগে না। পাশাপাশি, ছোটবেলা থেকেই তাঁর কুকুরের প্রতি তীব্র আকর্ষণ রয়েছে। শুধু তাই নয়, কুকুরের মতো জীবনযাপন করতেও তাঁর ভাল লাগে। আর সেই শখপূরণ করতেই অবশেষে নিজেকে “কুকুর” বানালেন তিনি।

তবে, তাঁর এই নতুন ভোলবদলে তাঁকে কোনো অস্ত্রোপচার করতে হয়নি। বরং জানা গিয়েছে, টাকো নতুন এই রূপান্তরের জন্য একটি পোশাক সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। আর সেখানেই তাঁদের সহযোগিতায় অবিকল কুকুরের মতো দেখতে একটি কস্টিউম বানান তিনি। তবে, সেই কস্টিউমের দাম শুনলেও কার্যত চোখ কপালে উঠবে।

https://twitter.com/zeppetJP/status/1513336198856851461?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1513336198856851461%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fviral%2Fman-turns-himself-into-a-dog-in-expense-of-11-lakh-to-fulfill-his-dream-dgtl%2Fcid%2F1346462

ভারতীয় মুদ্রায় ওই অভিনব পোশাকের দাম পড়েছে ১১ লক্ষ ৬৩ হাজার টাকা। যদিও, এই কস্টিউম তৈরির সময়ে টাকো শর্ত দিয়েছিলেন, পোশাকটি এমন হতে হবে যাতে খুব ভাল করে দেখলেও যেন কোনোভাবেই কেউ ধরতে না পারেন যে, এটা আসল কুকুর নয়। আর তাঁর এই শর্তকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই অভিনব পোশাক। পাশাপাশি, এভাবেই নিজের শখও পূরণ করে ফেলেছেন টাকো। এখন তিনি নিজে কুকুরের সেই পোশাক পরে হাঁটাচলা করেন। এমনকি, জানা গিয়েছে কুকুরের মতোই জীবনযাপন শুরু করেছেন তিনি। এমতাবস্থায়, তাঁর এই নতুন শখের ছবিও নেটমাধ্যমে সামনে এসেছে। যা দেখে কার্যত হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর