অবিকল অরিজিত সিং এর গলায় গান গেয়ে ভাইরাল হলেন যুবক

   

বাংলাহান্ট ডেস্কঃ  ফেসবুক, মানুষকে পরিচিতি দাওয়ার একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম। কিছুদিন আগে এই ফেসবুকেই জনপ্রিয় হয়ে উঠেছিল রানাঘাট স্টেশনের রাণু মন্ডল।লতা কণ্ঠি এই শিল্পী লতা মঙ্গেশকরের এক পেয়ার ক নাগমা থা, গানটি গেয়ে কিছুদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় ফেসবুক। এবং তার পরই সোজা হিমেশ রেশমিয়ার কাছ থেকে অফার এবং গানের রেকর্ডিং। একের পর এক সফলতার সিড়ি চড়তে থাকেন তিনি।

7c88030a c8ad 4720 89e9 308653abe20e

তারপর অবিকল মান্না দে এর কন্ঠে গান গেয়ে ভাইরাল হলেন এক প্রৌঢ়। বাজারে তিনি অবিকল মান্না দে এর কন্ঠে গাইছেন স্বর্ণ যুগের গান ‘ এ নদী এমন নদী’ । খালি গলায় এই গান রীতিমতো আন্দোলিত করেছে বাঙালি নস্টালজিয়াকে। মান্না দে এর এই গানটি অনেক বাঙালির হৃদয়ের খুব কাছে। স্মৃতি উস্কে দেওয়া এই গানেই মজেছিল নেট দুনিয়া।

https://www.facebook.com/110448053838259/videos/784353438700447/

এবার অরিজিত সিং এর গান গেয়ে ভাইরাল হলেন অরুনাচলের যুবক। তার গানের গলায় চমকে উঠেছেন নেটিজেন রা। বাসে বসে নিজের গানের এই ভিডিওটি শ্যুট করেন তিনি। গানটি যদি চোখে না দেখে শুধু শোনা হয় অনেক বিশেষজ্ঞ দেরও অরিজিত সিং গাইছেন বলেই ভ্রম হতে পারে। ভিডিও টিতে তিনি তিনি সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘রামলীলা’ ছবিটির ‘লাল ইশক’ গানটি গেয়েছেন। যেটি অরিজিত সিং এর গাওয়া।

সঞ্জয় লীলা বনশালীর ‘গোলিয়োন কি রাস লীলা রাম-লীলা’ ছবিটি মুক্তি পায় ২০১৩ সালে। সিনেমায় রনবীর সিং ও দিপিকা পাডুকোন অভিনয়ে নিজেদের জাত চিনিয়েছেন। এই ছবিতে সঞ্জয় লীলা বনশালীর সুরে সিদ্ধার্থ-গরিমার রচনায় এই গানতি বেশ জনপ্রিয় হয়েছিল।

সম্পর্কিত খবর