বাংলাহান্ট ডেস্ক : হঠাৎই আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি লক্ষ লক্ষ টাকা জমা হয় তাহলে আপনার মনের অবস্থা কেমন হবে? কখনও ভেবে দেখেছেন কি যদি হঠাৎ এতগুলো টাকা পেয়ে যান তাহলে সেই টাকা দিয়ে কি করবেন? কিছু মানুষ ভয় পেয়ে পুলিশের শরণাপন্ন হবেন। আর কিছু মানুষ কাউকে না জানিয়ে সেই টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করবেন।
সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে সুদূর অস্ট্রেলিয়া থেকে। আবদেল ঘাদিয়ার চোখ কপালে উঠেছিল ব্যাংকের এসএমএস দেখে।
তিনি এসএমএস এর মাধ্যমে জানতে পারেন বিপুল পরিমাণ টাকা জমা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এই এসএমএস দেখার পর তিনি মোটেও ঘাবড়ে যাননি কিংবা বুদ্ধি হারিয়ে ফেলেননি। তিনি মনে মনে একটি ফন্দি আঁটেন।
আবদেল যখন জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে ৪.৬ কোটি টাকা, তখন সেই টাকা আত্মসাৎ করার জন্য বুদ্ধি বার করে ফেলেন তিনি। মোটা অংকের টাকা খরচ করেন সোনার বাট কিনে। এছাড়াও নিজের যাবতীয় শখের জিনিসপত্র কেনেন ওই টাকা দিয়ে। এছাড়াও কেনেন বিভিন্ন দামি জামা- কাপড় থেকে মেকআপ। তার ব্যাংক অ্যাকাউন্টে আসা সমস্ত টাকা এভাবেই তিনি খরচা করে দেন। পেশায় র্যাপার আবদেল বর্তমানে রয়েছেন কারাগারে।
পুলিশ এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এমন কি সোনার বাটগুলো উদ্ধার করতেও তাদের যথেষ্ট নাস্তানাবুদ হতে হয়েছে। আবদেলের অ্যাকাউন্টে কিভাবে এতগুলো টাকা জমা পরল? জানা গেছে, বাড়ি কেনার জন্য এক দম্পতি এই পরিমাণ টাকা এক জায়গায় ট্রান্সফার করেন। কিন্তু ভুলবশত সেই টাকা গিয়ে পৌঁছায় আবদেলের ব্যাংক অ্যাকাউন্টে।
এরপর পুলিশ এই ঘটনার তদন্তে নামে। তথ্য খতিয়ে দেখে পুলিশ জানতে পারে এই টাকা পৌঁছেছে আবদেলের অ্যাকাউন্টে। এরপর পুলিশ তাকে জেরা করলে সে জানায়, এতে তার কোন দোষ নেই। হঠাৎ তিনি জানতে পারেন যে তার অ্যাকাউন্টে এতগুলো টাকা ঢুকেছে। এরপর সে টাকা খরচ করে। আদালত এই ঘটনায় আবদেলকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে।