বোনের জীবন দুর্বিষহ করে তুলেছিল গ্রামের এক যুবক, কুপিয়ে খুন করে প্রতিশোধ নিল দাদা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই একাধিক খুনের ঘটনা সামনে আসছে। সেই রেশ বজায় রেখেই এবার উত্তরপ্রদেশের বিজনোর থেকে এক চাঞ্চল্যকর খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে যে, এবার বোনের প্রেমিকেকে খুন করে মৃতদেহ নর্দমায় ফেলে দিল এক যুবক। কিন্তু, কেন ঘটল এই ঘটনা? প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই এক যুবক বারংবার প্রেমের প্রস্তাব দিতে থাকে অভিযুক্তের বোনকে। সেই প্রস্তাবে তারা কেউই সম্মত ছিলনা।

কিন্তু, সেই যুবক কার্যত নাছোড়বান্দা ছিল। এমতাবস্থায়, ক্ষিপ্ত হয়ে ওই যুবককে খুন করে মেয়েটির দাদা। এমনকি, খুনের পর মৃতদেহ লুকিয়ে দেওয়ার জন্য তা নর্দমাতেও ফেলে দেওয়া হয়। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মূলত, এই ঘটনাটি ঘটেছে নজিবাবাদের কোটকাদার গ্রামে।

   

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, নিহতের বাবার নাম হল ইকবাল সিং। তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলে জিসানকে গ্রামেরই নাজিম নামের এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ঠিক তারপরেই রাতের দিকে একটি নর্দমায় তার দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। এমতাবস্থায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এদিকে, পুলিশ যখন ঘটনাস্থলে মৃতদেহটি নর্দমা থেকে উদ্ধার করছিল তখন দেখা গিয়েছিল যে, সেটির গলায় আঘাতের দাগ রয়েছে। আর সেখান থেকেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, কোনো ধারালো বস্তু দিয়ে কেটে ফেলা হয়েছে তার গলা। পাশাপাশি, এই চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে ইকবাল সিংয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত নাজিমের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে। পাশাপাশি, তাকে গ্রেফতারও করা হয়।

এই প্রসঙ্গে বিজনোরের পুলিশ সুপার ডক্টর ধরমবীর সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, জিজ্ঞাসাবাদের সময়ে নাজিম বলেছে, জিসান তার বোনের সাথে জোর করে প্রেমের সম্পর্ক তৈরির চেষ্টা করছিল। তারা বহুবার এর বিরোধিতা করেছে। এমনকি তাকে বোঝানোরও চেষ্টা করা হয়। কিন্তু তাও সে তার বোনের সাথে ক্রমাগত যোগাযোগ বাড়াচ্ছিল। যা তার পছন্দ ছিল না।

এমতাবস্থায়, কয়েকবার বোঝানোর পরেও সে রাজি না হলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে মৃতদেহ নর্দমায় ফেলে দেয় নাজিম। বর্তমানে পুলিশ সমগ্ৰ বিষয়টির ওপর নজর রেখে তদন্ত শুরু করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর