বাংলা হান্ট ডেস্ক: সাপ হল এমনই একটি প্রাণী যেটিকে অধিকাংশ মানুষই ভয় করেন। পাশাপাশি, এর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন সকলেই। তবে সর্পকুলের মধ্যে আবার অধিকাংশ সাপই হয় বিষহীন। কিন্তু বিষধর সাপের কামড়ে আবার সঠিক সময় চিকিৎসা না পেলে কার্যত মৃত্যু পর্যন্ত হতে পারে। এমতাবস্থায়, এই প্রাণীকে এড়িয়ে চলেন সকলেই। যদিও সাপ সম্পর্কিত নানান গল্প-কাহিনি যুগের পর যুগ ধরে চলে আসছে। পাশাপাশি, এটাও মনে করা হয়ে যে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা নাকি প্রতিশোধও নিতে পারে।
এমতাবস্থায়, এর কোন বৈজ্ঞানিক ভিত্তি না পাওয়া গেলেও একটি চাঞ্চল্যকর ঘটনা এবার সামনে এসেছে। যেখানে একজন যুবক মাত্র কয়েক মাসের ব্যবধানেই সাতবার সাপের কামড় খেয়েছেন। আর এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আগ্রার সুরি শহরে ইটের ভাটায় কর্মরত এক যুবকের সাথে এই বিষ্ময়কর ঘটনা ঘটেছে। গত ছয় মাসে তাঁকে সাতবার সাপে কামড়েছে। সর্বোপরি, আশ্চর্যের বিষয় হল ওই যুবককে সাতবারই একটি সাপ কামড়েছে এবং তা সত্ত্বেও তিনি এখনও নিরাপদে রয়েছেন।
এই প্রসঙ্গে এক প্রতিবেদনে বলা হয়েছে যে, মহেশ নামের ওই ২৫ বছর বয়সী যুবক ইট ভাটায় ইট তোলার কাজ করেন। প্রায় ছ’মাস আগে ভাটায় কাজ করার সময় প্রথমবার মহেশকে সাপে কামড়েছিল। এদিকে, ওই ঘটনার প্রায় এক মাস পরে, মহেশ যখন গিররাজজি মহারাজ ভাটায় কাজ করছিলেন, তখনও তাঁকে দ্বিতীয়বারের জন্য ওই একই সাপে কামড় দেয়।
৬ মাসে ৭ বার কামড় দিয়েছে:
এমতাবস্থায়, ওই সাপটি কার্যত মহেশের পেছনে পড়ে যায়। এমনকি, তারপরে একটি অন্য ভাটায় কাজ করার সময় মহেশকে সব মিলিয়ে ওই সাপটি মোট চারবার কামড় বসায়। এরপর গত মঙ্গলবার বাড়িতে স্নান করতে গিয়ে মহেশ সপ্তম বারের জন্য ওই সাপটির কামড় খান। আশ্চর্যের বিষয় হল, সাতবার সাপের কামড়ের পরেও সময়মতো চিকিৎসার ফলে মহেশ রক্ষা পেয়ে গিয়েছেন।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহেশ জানিয়েছেন যে, ওই একই সাপ কেন বারবার তাকে কামড়াচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। মহেশের কথায়, সাপটি কখনও তাঁর হাতের আঙুলে আবার কখনও বা পায়ে কামড় বসাচ্ছে এবং কামড়ানোর পরেই সাপটি দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে।
সর্বদা আতঙ্কে রয়েছেন মহেশ:
স্বাভাবিকভাবেই, এই ঘটনায় রীতিমতো তীব্র আতঙ্কে রয়েছেন মহেশ। এমনকি, তাঁর ঘুমও কার্যত উড়ে গিয়েছে। সর্বক্ষণ একটা ভয়ের মধ্যে রয়েছেন তিনি। এমনকি, মহেশ ওই সাপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ঝাড়-ফুঁকের সাহায্য নিয়েছেন বলেও জানা গিয়েছে। এদিকে, এই চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন সকলেই।