যৌনাঙ্গ দেখিয়ে নাবালিকাকে উত্যক্ত করার ফল! যুবককে জুতোর মালা পরিয়ে চুল কামিয়ে ঘোরাল গ্রামবাসী

Published On:

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই বেপরোয়া হয়ে উঠছে মানুষ। এমনকি, দিন দিন প্রশ্নের মুখে পড়ছে মহিলাদের নিরাপত্তার বিষয়টিও। এমনকি, আমাদের রাজ্যেও প্রতিনিয়ত বাড়ছে এই ধরণের ঘটনার সংখ্যা। তবে এবার, এক নাবালিকাকে যৌনাঙ্গ দেখিয়ে কুৎসিত অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করার ঘটনায় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে “মোক্ষম” শাস্তি পেলেন এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুর (Daspur) থানার অন্তর্গত জয়রামচক চাটাইখালি এলাকায়।

এমনকি, ওই ঘৃণ্য কাজের পর যুবকটিকে হাতেনাতে ধরে তাকে শাস্তি দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে, এই খবর পেয়েই ওই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দাসপুর থানার পুলিশ। প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, বৃহস্পতিবার সকালে জয়রামচক চাটাইখালি এলাকায় কৃষ্ণ পাঁজা নামের এক যুবক এক নাবালিকাকে কুৎসিত অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে।

এরপরই ওই নাবালিকা রীতিমতো কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের কাছে জানায়। মূলত, টিউশন পড়ে বাড়ি ফেরার পথেই এই অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হয় ওই পঞ্চম শ্রেণির ছাত্রী তথা নাবালিকাটি। এদিকে, এই খবর পেয়ে নাবালিকার পরিজনেরা অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে ধরে নিয়ে আসে।

শুধু তাই নয়, তারপর রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে তাকে বেঁধে ফেলে বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়রা। এদিকে, একটা সময়ে মারধরের পর ওই যুবকের চুলও ক্ষুর চালিয়ে কামিয়ে দেন উত্তেজিত গ্রামবাসীরা। তারপর যুবকটির গলায় জুতোর মালা পরিয়ে তাকে দীর্ঘক্ষণ বেঁধে রাখা হয় বিদ্যুতের খুঁটিতে।

এমতাবস্থায়, এই পুরো ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। পাশাপাশি, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দাসপুর থানার পুলিশ। যদিও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত দাসপুর থানায় ওই নাবালিকার পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে। তবে, বৃহস্পতিবার দুপুরের এই চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত এলাকাবাসীরা।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X