বেতন বৃদ্ধি না হওয়ায় বিক্ষোভে সামিল হাসপাতালের ERS কর্মীরা, অভিযোগ ১৮ বছরে বাড়েনি বেতন

বাংলাহান্ট ডেস্কঃ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও গত ১৮ বছর ধরে বেতন বাড়েনি ERS কর্মীদের (ers workers)। ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গিয়ে এবার শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে বসলেন ERS কর্মীরা। স্বাস্থ্য দফতরের কাছে তাদের আশা, দ্রুতই বেতন বৃদ্ধির বিষয়ে নিষ্পত্তি করা হবে।

মোট ৩০০০ এর বেশি রয়েছে ERS কর্মী রয়েছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল মিলিয়ে। তার মধ্যে SSKM হাসপাতালে রয়েছে প্রায় ৯০০ থেকে ৯৫০ জন। তাদের অভিযোগ, সব বিভাগের বেতন বৃদ্ধি পেলেও, তাদের দিকে কোন খেয়াল নেই সরকারের। এমনকি, বেতন বৃদ্ধির আর্জি জানিয়ে গত ২৭ শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতেও চিঠি দিয়েছেন তারা। কিন্তু কোন লাভ হয়নি।

uvvvnl

ERS কর্মীরা জানিয়েছেন, ‘আমরা এই বিক্ষোভ কর্মসূচী বন্ধ করব না। এই বিক্ষভ চলতে থাকলেও রোগীদের কোন ক্ষতি চাই না আমরা। রোগীকে সবরকম পরিষেবা দিয়ে যাব আমরা’।

ERS কর্মীদের কথায়, ‘দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর আমরা রোগীর সেবায় নিয়োজিত রয়েছি। PF, ESI কেটে মাসে ২৬ দিনের বেতন পাই ৭,৩৪৯ টাকা। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য মাইনে দিয়ে সংসার চালানো দুস্কর হয়ে পড়েছে। তাই আমাদের আশা স্বাস্থ্য দফতর নিশ্চয়ই দ্রুতই এই বিষয়ের নিষ্পত্তি করবে’।

Smita Hari

সম্পর্কিত খবর