বাংলা হান্ট ডেস্ক: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও চিকেন নেক করিডোরের প্রসঙ্গ তুললেন। রবিবার তিনি বাংলাদেশে (Bangladesh) থাকা ২ টি “চিকেন নেক”-এর কথা মনে করিয়ে দেন। পাশাপাশি তিনি স্পষ্ট জানান যে, সেগুলি “অনেক বেশি ঝুঁকিপূর্ণ”।বাংলাদেশের ২ টি করিডোরের বিস্তারিত বিবরণ দিয়ে শর্মা বলেন যে তিনি কেবল “ভৌগোলিক তথ্য উপস্থাপন করছেন যা কিছুজন ভুলে যেতে পারে”।
বাংলাদেশে (Bangladesh) রয়েছে ২ টি চিকেন নেক:
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহম্মদ ইউনূস ভারতের “চিকেন নেক করিডোর” সম্পর্কে মিথ্যে দাবি করার পর অসমের মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া সামনে এসেছে। গত ২১ মে চিন সফরের সময়ে ইউনূস একটি মিথ্যা দাবি করেছিলেন। যেখানে তিনি বলেছিলেন যে ভারতের উত্তর-পূর্ব অঞ্চল “স্থলবেষ্টিত”।
ঠিক এই আবহেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইউনূসের বক্তব্যের পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশের (Bangladesh) ২ টি ‘ চিকেন নেক’ আছে। যেগুলি আদৌ নিরাপদ নয়। প্রথমটি হল ৮০ কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডোর – দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। সেখানে যেকোনও বিঘ্ন পুরো রংপুর বিভাগকে বাংলাদেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে।”
To those who habitually threaten India on the “Chicken Neck Corridor”, should note these facts as well:
1️⃣ Bangladesh has two of its own “chicken necks”. Both are far more vulnerable
2️⃣ First is the 80 Km North Bangladesh Corridor- from Dakhin Dinajpur to South West Garo… pic.twitter.com/DzV3lUAOhR
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 25, 2025
এদিকে, দ্বিতীয়টি হল “দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর। ভারতের চিকেন নেকের চেয়েও ছোট এই করিডোরটি বাংলাদেশের (Bangladesh) অর্থনৈতিক রাজধানী এবং রাজনৈতিক রাজধানীর মধ্যে একমাত্র সংযোগস্থল।” অসমের মুখ্যমন্ত্রী বলেন, “আমি কেবল ভৌগোলিক তথ্য উপস্থাপন করছি, যা কিছু মানুষ ভুলে যেতে পারে। ভারতের শিলিগুড়ি করিডোরের মতো, আমাদের প্রতিবেশী দেশটিতেও ২ টি সরু করিডোর রয়েছে।” গত বুধবার আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, “ভারতের সংবেদনশীল শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেন নেক’ নামেও পরিচিত। এই ব্যাপারে বাংলাদেশের আগ্রহ ক্রমশ বাড়ছে। আমি আগেও এই বিষয়ে সতর্ক করেছিলাম।”
আরও পড়ুন: রোহিত-বিরাটের কাছ থেকে পেয়েছেন অনুপ্রেরণা! টেস্ট অধিনায়ক হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন গিল
শিলিগুড়ি করিডোর তথা চিকেন নেক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত এবং এটি প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ। এটি একটি সংকীর্ণ অংশ যা ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করার একমাত্র পথ। নিরাপত্তার দিক থেকে এই এলাকাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর আশেপাশেই রয়েছে নেপাল এবং বাংলাদেশ। যদিও ভুটান এই করিডোরের উত্তর দিকে অবস্থিত।
আরও পড়ুন: “ব্রহ্মস-কে থামানোর ক্ষমতা আমাদের নেই”, নিজের দেশের দুর্বলতা মেনে নিলেন পাক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা
“….তাহলে আমরা বাংলাদেশের ২ টি চিকেন নেক-এ আক্রমণ করব”: শর্মা আগেই বলেছিলেন, “আমাদের একটা চিকেন নেক আছে। কিন্তু বাংলাদেশের (Bangladesh) ২ টি চিকেন নেক আছে। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেক-এ আক্রমণ করে, তাহলে আমরা বাংলাদেশের উভয় চিকেন নেক-এ আক্রমণ করব। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সাথে সংযোগকারী মেঘালয়ের চিকেন নেক ভারতের চিকেন নেকের চেয়েও সরু এবং মাত্র ঢিল ছোঁড়া দূরে অবস্থিত।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: