টিম ইন্ডিয়ার “বাঘ” IPL-এর ৪ ম্যাচে “বিড়াল”, T20 বিশ্বকাপে এই প্লেয়ারের স্থান পাওয়া নিয়ে রয়েছে আশঙ্কা

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটাররা বর্তমানে IPL (Indian Premier League) খেলতে ব্যস্ত। তবে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) খেলোয়াড়দের লক্ষ্য হল আগামী ICC T20 বিশ্বকাপ। যেটি, জুনে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে IPL-এর পরপরই অনুষ্ঠিত হবে। এমতাবস্থায়, ICC-র টুর্নামেন্টের প্রস্তুতির জন্য IPL-এর চলতি মরশুমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কারণ, টিম ইন্ডিয়াতে শুধুমাত্র সেই খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে, যাঁদের পারফরম্যান্স IPL-এ ভালো হবে। তবে, এই সিরিজের লিগে একজন খেলোয়াড়ের পারফরম্যান্স খারাপই থেকে গেছে। শুধু তাই নয়, এখনও পর্যন্ত ৪ টি ম্যাচে বড় কোনো কীর্তি করতে পারেননি এই খেলোয়াড়।

There are fears about this Indian player's place in the T20 World Cup.

২০২৪ সালের T20 বিশ্বকাপের আগে চিন্তা বাড়িয়েছেন এই খেলোয়াড়: জানিয়ে রাখি যে, ২০২৪-এর ১৯ তম ম্যাচটি রাজস্থান রয়্যালস এবং রয়্যালস চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর মধ্যে খেলা হয়েছিল। রাজস্থান ওই ম্যাচে ৬ উইকেটে জিতেছে। তবে, RR ম্যাচ জিতলেও ব্যাট হাতে দলের ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়ালের পারফরম্যান্স এখনও পর্যন্ত তেমন নজর কাড়তে পারেনি। ওই ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এদিকে, T20 বিশ্বকাপে জায়গা পেতে হলে তাঁকে অবশ্যই ভালো পারফরম্যান্স দিতে হবে।

আরও পড়ুন: ১ টাকা বেতন নিয়েও ইনিই হলেন দেশের সবথেকে ধনী IAS অফিসার! মোট সম্পদের পরিমাণ জানলে ভিরমি খাবেন

টিম ইন্ডিয়াতে যশস্বীর পারফরম্যান্স দুর্দান্ত: জানিয়ে রাখি যে, IPL ২০২৪-এর আগে, যশস্বী জয়সওয়ালের পারফরম্যান্স টিম ইন্ডিয়ার জন্য দুর্দান্ত ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হোক বা আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ, জয়সওয়াল তাঁর ব্যাট দিয়ে ঝড় তুলেছেন। এই কারণেই তাঁকে ২০২৪ সালের T20 বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গী হিসাবে বিবেচনা করা হচ্ছিল।

আরও পড়ুন: হার মানবে সিনেমাও! ১২ লক্ষের লোন মেটাতে কিডনি বিক্রি করলেন যুবক

৪ টি ম্যাচে যশস্বীর পারফরম্যান্স: আমরা যদি চলতি মরশুমের IPL-এর নিরিখে যশস্বীর পারফরম্যান্সের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, তিনি মোট ৪ টি ম্যাচ খেলেছেন এবং ওই ম্যাচগুলিতে তাঁর স্কোর ছিল যথাক্রমে ০, ৫, ১০ এবং ২৪। এমতাবস্থায়, জয়সওয়াল ভালো খেলতে না পারলে T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়াতে তাঁর জায়গা করে নেওয়ার বিষয়টি কঠিন হয়ে পড়বে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর