বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার একটি বড় সুযোগ সামনে এসেছে। বিশেষ করে যাঁরা রেলে (Indian Railways) চাকরির (Recruitment) স্বপ্ন দেখেন তাঁদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। ইতিমধ্যেই, বিপুল শূন্যপদে নিয়োগের জন্য নর্থ সেন্ট্রাল রেলওয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে শূন্যপদের বিবরণ সহ আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বর্তমান প্রতিবেদনে সেগুলি আমরা তুলে ধরছি।
মোট শূন্যপদের সংখ্যা: জানা গিয়েছে যে, মোট ১,৬৯৭ জনকে নিয়োগ করা হবে।
শুন্যপদের বিবরণ: মূলত, ওয়েল্ডার, আর্মেচার উইন্ডার, ফিটার, মেকানিস্ট, কার্পেনটার, ইলেক্ট্রিশিয়ান, পেন্টার, মেকানিক, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েবপেজ ডিজাইনার, ক্রেন অপারেটর, স্টেনোগ্রাফার, টার্নার, ওয়্যারম্যান, ব্ল্যাক স্মিথ, প্লাম্বার, হেলথ স্যানিটারি ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ হবে। এছাড়াও, জানিয়ে রাখি যে নর্থ সেন্ট্রাল রেলওয়ের প্রয়াগরাজ, ঝাঁসি, আগ্রা ডিভিশন এবং ঝাঁসির ওয়ার্কশপের জন্য এই নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই সব পদে আবেদনের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকদের আবেদন গ্রাহ্য করা হবে না বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: রোহিতরা নীরব দর্শক! অনবদ্য খেলে WTC-র পর বিশ্বকাপ ফাইনালেও ভারতের মাথাব্যথার কারণ হেড
বয়সসীমা: ২৪ বছর বয়স পর্যন্ত এই পদগুলির জন্য আবেদন করা যাবে।
আরও পড়ুন: জীবনে নাম, যশ চাইছেন? রপ্ত করুন এই গুণগুলি..উল্লেখ করেছেন স্বয়ং চাণক্য
আবেদন পদ্ধতি: প্রসঙ্গত উল্লেখ্য যে, নর্থ সেন্ট্রাল রেলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থীরা এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি, আবেদন কেবল অনলাইনেই করতে হবে। অর্থাৎ, আবেদনের কোনো কপি পাঠাতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। যেটি চলবে আগামী ১৪ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত।