বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) সংক্রান্ত নিয়মে বড় ধরণের পরিবর্তন এনেছে সরকার। যেখানে এবার থেকে গ্রাহকেরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ জনের পরিবর্তে ৪ জন নমিনি যুক্ত করতে পারবেন। জানিয়ে রাখি যে, গত, মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল ২০২৪ পেশ করেছিলেন। যা অনুমোদিত হয়। এর মধ্যে ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনিদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) নিয়মে হল বড় পরিবর্তন:
কি জানিয়েছেন সীতারমন: এদিকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) নিয়মে এই বড় পরিবর্তনের ব্যাখ্যা করে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বলেছিলেন যে, বর্তমান বিধিগুলির অধীনে, আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা বা লকারে রাখা অর্থ এবং জিনিসপত্রের জন্য শুধুমাত্র একজন ব্যক্তিকে নমিনি হওয়ার অনুমতি দেওয়া হতো। কিন্তু এখন আমানতকারীদের তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একের পর এক বা একই সময়ে ৪ জন নমিনি যুক্ত করার বিকল্প উপলব্ধ থাকবে। এর পাশাপাশি কোন নমিনি কত শতাংশ টাকা পাবেন সেটাও নির্ধারণ করে রাখতে পারবেন অ্যাকাউন্টধারী ব্যক্তি। এর পাশাপাশি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেছেন যে ব্যাঙ্কিং আইন (সংশোধন) বিল, ২০২৪-এ আরও ভালো নিয়ন্ত্রণ, সুবিধা এবং ব্যাঙ্কিং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি সহ ব্যাঙ্ক অডিট করার জন্য ৫ টি বিদ্যমান আইনে ১৯ টি সংশোধনের প্রস্তাব রয়েছে।
লকার হোল্ডারদের জন্য এই পরিবর্তন: একদিকে, সরকার কর্তৃক ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের (Bank Account) এই সুবিধা দেওয়া হয়েছে, অন্যদিকে, লকার পরিষেবা গ্রহণকারী গ্রাহকদের শুধুমাত্র ক্রমাগত নমিনি যুক্ত করার বিকল্প থাকবে। যার অর্থ তাঁরা একের পর এক নমিনি যোগ করতে সক্ষম হবেন। এই বিষয়ে তথ্য দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ধারাবাহিক নমিনি এটাই নিশ্চিত করে যে প্রথম নমিনি পাওয়া না গেলে পরবর্তী নমিনি কার্যকর হবে। যার ফলে ধারাবাহিকতা বজায় থাকবে এবং লকারে রাখা জিনিসপত্রের আইনি উত্তরাধিকারীদের জটিলতা কমবে।
আরও পড়ুন: নিজেদের প্লেয়ারই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়ার জন্য! অ্যাডিলেড টেস্টে ঘটতে পারে বড় বিপর্যয়
সরকার এবং RBI সম্পূর্ণ সতর্ক রয়েছে: নির্মলা সীতারামন আরও জানান যে, ২০১৪ সাল থেকে, সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ব্যাঙ্কগুলির স্থিতিশীলতা বজায় রাখার জন্য সম্পূর্ণ সতর্ক রয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য ব্যাঙ্কগুলিকে নিরাপদ, স্থিতিশীল ও সুস্থ রাখা এবং সরকার গঠনের ১০ বছর পর এর ফলাফল আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন।” তিনি বলেন, দেশের ব্যাঙ্কগুলি এখন পেশাগতভাবে পরিচালিত হচ্ছে এবং এটি একটি জাতীয় অর্জন।
আরও পড়ুন: এবার মাটির তলায় ছুটবে বুলেট ট্রেন! তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেশন, কবে শুরু হবে সফর?
ব্যাঙ্ক সংযুক্তিকরণে সরকারের অবস্থান: একদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ব্যাঙ্ক সংশোধনী বিল উত্থাপন করেছেন, অন্যদিকে, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী একটি প্রশ্নের লিখিত উত্তরে সরকারি সেক্টরের ব্যাঙ্কগুলিকে সংযুক্ত করার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। গত মঙ্গলবার রাজ্যসভায় তিনি বলেন, সরকারি ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের বিষয়ে কোনও বিবেচনা করা হচ্ছে না। উল্লেখ্য যে, ২০১৯ সালে সরকার ১০ টি ব্যাঙ্ককে সংযুক্ত করে ৪ টি ব্যাঙ্ক তৈরি করেছিল।