বাংলাহান্ট ডেস্ক : ব্যাংকিং ক্ষেত্র ও কিছু আর্থিক ক্ষেত্রে ( Financial Rule Change) বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আগামী ১লা মে থেকে। এই পরিবর্তনগুলির ফলে প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। তাই আগে থেকে এই পরিবর্তনগুলি সম্পর্কে আপনার অবগত থাকা উচিত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী মাস থেকে কী কী পরিবর্তন আসতে চলেছে দেশের আর্থিক ক্ষেত্রে।
ইয়েস ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট: ইয়েস ব্যাংকের (Yes Bank) সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আসতে চলেছে কিছু পরিবর্তন। ন্যূনতম গড় ব্যালেন্স পরিবর্তন করা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের কিছু প্রোডাক্টে। ইয়েস ব্যাঙ্ক প্রো ম্যাক্সে ন্যূনতম গড় ব্যালেন্স ৫০০০০ টাকা করা হয়েছে। এক্ষেত্রে ১ হাজার টাকা রাখা হয়েছে সর্বোচ্চ চার্জ। সেভিং অ্যাকাউন্ট প্রো প্লাস ইয়েস রেসপেক্ট এসএ এবং ইয়েস এসেন্স এসএ-তে ন্যূনতম গড় ব্যালেন্স (এমএবি) সীমা এখন ২৫০০০ টাকা করা হয়েছে ইয়েস ব্যাংকের তরফে। সর্বোচ্চ ৭৫০ টাকা চার্জ রাখা হয়েছে এই অ্যাকাউন্টে। ১০ হাজার টাকা করা হচ্ছে PRO-তে সর্বনিম্ন ব্যালেন্স।
আরোও পড়ুন : দুঃসংবাদ! আচমকাই বেড়ে গেল ঘুরতে যাওয়ার খরচ! ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত রেলের
আইসিআইসিআই ব্যাঙ্ক: আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) সেভিংস অ্যাকাউন্টের ডেবিট কার্ডের ক্ষেত্রে গ্রামীন এলাকার গ্রাহকদের ৯৯ টাকা ও মেট্রো এলাকার গ্রাহকদের ২০০ টাকা ফি প্রদান করতে হবে। বছরে ২৫ পাতার চেক বুকের জন্য অতিরিক্ত টাকা লাগবে না। এরপর চেক বুকের প্রতি পৃষ্ঠার জন্য চার টাকা করে চার্জ লাগবে।
HDFC ব্যাঙ্ক: HDFC ব্যাঙ্ক সিনিয়র সিটিজেন কেয়ার FD-তে বিনিয়োগের শেষ সময়সীমা রেখেছে ১০ই মে। পাঁচ থেকে দশ বছরের সময়সীমার এই ফিক্সড ডিপোজিটের স্কিমে বিনিয়োগকারীরা বার্ষিক ৭.৭৫% হারে সুদ লাভ করবেন।
আরোও পড়ুন : ‘চোর চোর’ স্লোগান তুলে দেবাংশুকে তাড়া! তারপর যা হল… ধুন্ধুমার নন্দীগ্রাম!
LPG সিলিন্ডার: তেল সংস্থাগুলি প্রতিমাসের শুরুতে পরিবর্তন করে এলপিজি সিলিন্ডারের (Liquified Petroleum Gas) দাম। সেক্ষেত্রে মাসের প্রথমে পরিবর্তিত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম।