বাংলা হান্ট ডেস্ক: ইলিউশন (Illusion) হল এমনই একটি প্রক্রিয়া যা খুব সহজেই বিভ্রান্ত করে দেয় সবাইকে। এদিকে, বর্তমান সময়ে নেটমাধ্যমে আমরা এমন কিছু ছবি দেখতে পাই যেগুলি অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মাধ্যমে আমাদেরকে অবাক করে দেয়। মূলত, ওই ছবিগুলিতে কোনো নির্দিষ্ট বিষয়কে অনুসন্ধান করতে হয়। এমতাবস্থায়, যাঁরা নিয়মিতভাবে ধাঁধার সমাধান করেন তাঁরাও এই ছবিগুলিতে সঠিক উত্তর খুঁজে পেতে রীতিমতো কালঘাম ছুটিয়ে দেন।
সেই রেশ বজায় রেখেই এবার ঠিক ওইরকমই এক ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হতে শুরু করেছে। বর্তমান প্রতিবেদনে ছবিটি আমরা উপস্থাপিত করছি পাঠকদের সামনে। মূলত, এই ছবিতে চারটি ভিন্ন উপাদান লুকিয়ে রয়েছে। এদিকে, মনোবিজ্ঞানীদের মতে, একজন ব্যক্তি প্রথমে যা দেখেন তা তাঁর ব্যক্তির ব্যক্তিত্বকে অনেকাংশে প্রকাশ করে। এমন পরিস্থিতিতে, এই ছবিতে আপনি প্রথম কি দেখছেন তার ওপর নির্ভর করছে অনেককিছু। তো, বলুন আপনি এই ছবিতে প্রথমে কি দেখতে পেলেন?
প্রথমে গাছটিকে দেখলে: এই দৃষ্টিভ্রমকারী ছবিতে অনেকেই সেখানে থাকা গাছটিকে প্রথমে দেখেছেন। এমতাবস্থায় অনেক রিপোর্টে বলা হয়েছে যে, যাঁরা গাছটিকে প্রথমে দেখেছেন তাঁরা যুক্তি দিয়ে মতামত প্ৰকাশ করতে পছন্দ করেন। পাশাপাশি, এইসব ব্যক্তির চিন্তাভাবনাও ইতিবাচক হয়।
আপনি যদি প্রথমে গরিলা দেখে থাকেন: অনেকে আবার এই ছবিতে থাকা গরিলাটিকে প্রথম পরিলক্ষিত করেন। বিশেষজ্ঞদের মতে, এই ধরণের ব্যক্তিরা খুবই গম্ভীর প্রকৃতির হন। পাশাপাশি, তাঁরা আদৌ সময় নষ্ট না করে নিজেকে সবসময় কোনো কাজে ব্যস্ত রাখতেও পছন্দ করেন।
প্রথমে সিংহটি দেখলে: আপনি যদি এই ছবিতে থাকা সিংহটিকে প্রথমে দেখে নেন তাহলে আপনি সেই ব্যক্তি যিনি নিজের স্বপ্নকে অনুসরণ করেন। বিশেষজ্ঞরা বলেছেন যে, যাঁরা প্রথমে সিংহটি দেখেছেন তাঁরা অত্যন্ত সংবেদনশীল হন এবং এটাই তাঁদের অন্যদের থেকে আলাদা করে তোলে। এছাড়াও, লক্ষ্যপূরণের জন্য তাঁরা কঠোর পরিশ্রমও করেন।
প্রথমে মাছ দেখলে: এছাড়াও, আপনি যদি প্রথমে ছবিতে লাফানো অবস্থায় থাকা মাছের দিকে তাকান সেক্ষেত্রে আপনি সত্যিই সুন্দর মনের অধিকারী। এমনকি, এই ধরণের ব্যক্তিরা খুব সুন্দরভাবে নিজেদের সম্পর্কগুলি বজায় রাখেন এবং কখনোই কারোর ওপর ঘৃণা প্রদর্শন করেন না।