এক সময় অন্ধকারে চলে যাওয়া ভারতীয় ক্রিকেট দলকে যেভাবে আলোর দিশা দেখিয়ে আলোর পথে নিয়ে এসেছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গুলি, তেমনি অধিনায়ক বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলকে সাফল্যের দিক দিয়ে এক অন্য উচ্চতায় নিয়ে যাবেন। এমনটাই মনে করেন প্রাপ্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
ইরফান পাঠান জানিয়ে দিলেন প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির কোথায় মিল রয়েছে। ইরফান পাঠান মনে করেন একসময় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী যেভাবে ভারতীয় দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতেন তেমনি বর্তমান ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও সেই একইভাবে ভারতীয় দলে তরুণ প্রতিভাদের সুযোগ দিচ্ছেন।
এছাড়াও দাদা যেভাবে তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতেন তাদেরকে সব সময় সাহস জোগাতেন সেই একই কাজ করে চলেছেন বিরাট কোহলিও। আর তাই ঋষভ পন্থের মধ্যে প্রতিভা আছে জেনে বারবার ব্যর্থ হওয়ার সত্ত্বেও ঋষভ পন্থকে ক্রমাগত ভারতীয় দলে সুযোগ দিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।