সুশান্তকে ষড়যন্ত্র করে খুনের প্রমাণ মিলেছে, বিষ্ফোরক দাবি সুব্রহ্মণ‍্যম স্বামীর

বাংলাহান্ট ডেস্ক: ষড়যন্ত্র করে খুন করা হয়েছে সুশান্ত সিং রাজপুতকে (sushant singh rajput)। এমনই দাবিতে সরব হলেন বিজেপি নেতা সুব্রহ্মণ‍্যম স্বামী (subramanian swamy)। তিন তিনটি বড় তদন্তকারী সংস্থা যথেষ্ট প্রমাণ সংগ্রহ করেছে যাতে স্পষ্ট সুশান্তের মৃত‍্যুর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।

নিজের টুইটার হ‍্যান্ডেলে এমন বিষ্ফোরক দাবি করে সুব্রহ্মণ‍্যম স্বামী লেখেন, ‘সুশান্তের এর অনুরাগীরা জিজ্ঞাসা করছেন মামলার নিষ্পত্তি কবে হবে। সেটা আমি বলতে পারব না। কিন্তু AIIMS টিম স্বতন্ত্রভাবে তদন্ত করতে পারেনি কারন দেহ নেই। অগত‍্যা হাসপাতাল রেকর্ডের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছে, খুনের সম্ভাবনা বাতিল করা হচ্ছে না কিন্তু সিবিআই পরিস্থিতির উপর বিচার করে সিদ্ধান্ত নিতে পারে।’

তিনি আরও লেখেন, ‘এবার তিন এজেন্সি বড়সড় প্রমাণ খুঁজে পেয়েছে যার দ্বারা নিশ্চিত ভাবে সিবিআই আদালতে প্রমাণ করতে পারবে এটা ষড়যন্ত্র করেই খুন। সুশান্ত শুধু বিচারই পাবেন না, বলিউডে তাঁকে যেভাবে অভিযুক্ত করা হচ্ছে তার থেকেও মুক্তি পাবেন।’

এর আগেও বিষ্ফোরক অভিযোগ করন বিজেপি নেতা। বিষ দেওয়া হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে এমনই দাবি করেন তিনি। সেই বিষ যাতে তাঁর শরীরে পাওয়া না যায় তাই ইচ্ছা করে দেরি করা হয়েছিল ময়না তদন্তে।

Subramanian Swamy 1280x720 1
এই প্রসঙ্গে নিজের টুইটার হ‍্যান্ডেলে পরপর কয়েকটি টুইট করেন সুব্রহ্মণ‍্যম স্বামী। তিনি লেখেন, ‘এখন হত‍্যাকারীদের মনস্তত্ব ও তাদের উদ্দেশ‍্য ধীরে ধীরে পরিস্কার হচ্ছে। অটোপ্সিতে ইচ্ছা করে জোর খাটিয়ে দেরি করানো হয়েছিল যাতে সুশান্তের শরীরে থাকা বিষ শরীরের নিজস্ব বিভিন্ন ফ্লুইডেই মিশে নিশ্চিহ্ন হয়ে যায়। যারা দোষী তাদের ধরার এবার সময় হয়ে এসেছে।’

টুইটে তিনি লেখেন, ‘সুনন্দা পুস্করের মামলায় ময়না তদন্তের সময় শরীরে যা পাওয়া গিয়েছিল তা তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু শ্রীদেবী বা সুশান্তের সময় এটা করা হয়নি।’


Niranjana Nag

সম্পর্কিত খবর