বাংলা হান্ট ডেস্কঃ গত 19 শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবারের আইপিএল। করোনা ভাইরাসের কারণে এবার ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহিরতে বসেছে আইপিএলের আসর। ইতিমধ্যেই প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি তাদের আইপিএল অভিযান শুরু করেছে। প্রত্যেকটি দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। আর আজ থেকে আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
আজ আবুধাবিতে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করতে চলেছে দীনেশ কার্তিক, শুভমান গিলরা। এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল ব্যাপক শক্তিশালী। এবার নিলামে বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটারকে নিজেদের দলে নিয়েছে কেকেআর। সেই কারণে এবারের কেকেআর দল আগের থেকেও আরও অনেক বেশি ব্যালেন্স এবং শক্তিশালী।
কলকাতা দলে যেমন আগে থেকেই রয়েছেন রাসেল, নারিন এর মত বিদেশি তারকার। তেমনি এবার যুক্ত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, রয়েছেন টম ব্যান্টন, লকি ফাগুসেনের মত তারকা বিদেশি ক্রিকেটাররাও।
সেই কারণে এবার কলকাতার সমর্থকদের মনে একটাই প্রশ্ন এবার কলকাতার প্রথম একাদশে কোন চার জন বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবেন? কারণ এবার কেকেআরে যে সমস্ত বিদেশীরা রয়েছেন তারা প্রত্যেকে একেক জন তারকা। তাই কাকে ছেড়ে কাকে বাদ দেবেন সেটাই ভাবাচ্ছে কলকাতার টিম ম্যানেজমেন্টকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আজ কলকাতার প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান এবং প্যাট কামিন্স।