“বিশ্বকাপ জেতেননি অনেকেই”, কোহলি প্রসঙ্গে ফের একবার সৌরভকে খোঁচা রবি শাস্ত্রীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। সেই প্রসঙ্গ নিয়েই এবার সৌরভ গাঙ্গুলীকে কটাক্ষ করলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে সবচেয়ে বড় সমালোচনা যেটা, সেটা হল তিনি ভারতীয় দলকে অধিনায়ক হিসেবে কোনও আইসিসি ট্রফি জেতাতে পারেননি।

রবি শাস্ত্রী এই প্রসঙ্গে কোহলিকে আড়াল করে বলেছিলেন যে তিনি ছাড়া আরও অনেক দুর্দান্ত ভারতীয় অধিনায়ক আছেন, যারা দেশকে বিশ্বকাপ জেতাতে পারেননি, তাই সেইজন্য তাদের খারাপ খেলোয়াড় বলা উচিত নয় বলে মন্তব্য শাস্ত্রীর। স্বাভাবিকভাবেই এই ইঙ্গিত যে কিছুটা ভারতের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোঁচা মেরে তা বুঝতে অসুবিধা হয়নি কারোর।

   

sourav virat 123

রবি শাস্ত্রী বলেছিলেন, “একজন অধিনায়ককে তার দলের জন্য ট্রফি জিততে পেরেছেন কিনা তার ভিত্তিতে তাকে বিচার করা উচিত নয়। অনেক বড় ক্রিকেটার নিজের কেরিয়ারে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারেননি। সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেরাও বিশ্বকাপ জিততে পারেননি, তাদের কি খারাপ খেলোয়াড় বলা হবে? আমাদের মাত্র ২ জন বিশ্বকাপজয়ী অধিনায়ক আছে।”

রবি শাস্ত্রী আরও যোগ করেন, ‘খেলোয়াড় হিসেবে আপনার ক্রিকেট কেরিয়ার কেমন ছিল, আপনি কতক্ষণ খেলেছেন এবং আপনার সেরা খেলা দিয়েই বিচার করা হবে।’ প্রসঙ্গত বিরাট কোহলির নেতৃত্বে দু বার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে ভারত। কিন্তু ট্রফি আসেনি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর