বিয়ে না করেই বাবা হয়েছেন এই পাঁচ তারকা ক্রিকেটার, নাম শুনে হয়ে যাবেন অবাক

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সাধারণত বিবাহের পরে সন্তান হওয়া দেখতেই আমরা সকলে অভ্যস্ত। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক দম্পতি রয়েছেন যারা বিয়ের পূর্বেই মাতৃত্ব এবং পিতৃত্বের স্বাদ পেয়েছেন। ক্রিকেটের দুনিয়াও তার ব্যতিক্রম নয়। আসুন জেনে নেওয়া যাক ক্রিকেট মাঠের এমনই কিছু জুটি সম্পর্কে।

১. হার্দিক পান্ডিয়া
বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হার্দিক পান্ডিয়াই হলেন এমন একজন, যিনি বিবাহের পূর্বেই পিতৃত্বের স্বাদ পেয়েছেন। ২০২০ সালের ১ লা জানুয়ারি অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সাথে বাগদান সম্পন্ন করেন হার্দিক। তারপর সেই বছরেরই ৩০ শে জুলাই হার্দিক জানান যে তার সঙ্গিনী অন্তঃস্বত্ত্বা। পরে নিজের সন্তানের নাম ‘অগস্থ’ রাখেন হার্দিক।

Hardik Pandya

২. জো রুট
ইংল্যান্ড অধিনায়ক জো রুট-এর নামও এই তালিকায় রয়েছে। তিনিও বিয়ের পূর্বেই পিতা হয়েছেন। ২০১৪ থেকে তার সঙ্গিনী রয়েছেন ক্যারি কার্টেল। ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে তাদের মধ্যে বাগদান পর্ব সম্পন্ন হয়। তারপর বিয়ের পূর্বেই ৭ ই জানুয়ারি ২০১৭ সালে এক পুত্র সন্তানের পিতা হন রুট। পরবর্তীকালে ক্যারির সাথে বিবাহ-ও সম্পন্ন হয় রুটের। তাদের সেই সন্তানের নাম অ্যালফ্রেড।

 

Joe Root

৩. ডেভিড ওয়ার্নার
মারকুটে অজি ওপেনারের নামও এই তালিকায় রয়েছে। বিয়ের আগেই পিতৃত্বের স্বাদ পেয়েছেন অজি তারকা-ও। তার বান্ধবী ক্যান্ডিস ২০১৪ সালে নিজের প্রথম কন্যাসন্তানের জন্ম দেন। তার একবছর পরে ২০১৫-তেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ক্যান্ডিস এবং ডেভিড বর্তমানে তিন কন্যাসন্তানের পিতা-মাতা।

David Warner

৪. ইমরান খান
ইনাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ৮০-৯০ এর দশকে তাকে দেখে মাথা ঘুরে যায়নি এমন তরুণী খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও একসময় উপমহাদেশের গ্ল্যামার আইকনও বিয়ের আগেই হয়েছেন পিতা। প্রেমিকা সিতা হোয়াইটের সাথে সম্পর্ক থাকাকালীন পিতা হয়েছিলেন তিনি। প্রথমে অস্বীকার করলেও পরে জানা যায় সেই বাচ্চাটি ছিল ইমরানের-ই।

Imran Khan

৫. ভিভিয়ান রিচার্ডস
সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান, কিন্তু তার নামও রয়েছে এই তালিকায়। ১৯৮০ সালে ভারত সফরে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন বিখ্যাত নিনা গুপ্তা-র সাথে। দীর্ঘদিন সম্পর্ক ছিল তাদের মধ্যে। ১৯৮৯ সালে নিনা আর ভিভ-এর একটি কন্যাসন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয়েছিল মসবা। পরবর্তীকালে সেই সম্পর্ক আর দীর্ঘস্থায়ী হয়নি। ভিভিয়ান রিচার্ডস এরপর বিয়ে করেন ম্যারইম-কে।

Big Richards

৬. ক্রিস গেইল
ইউনিভার্সাল বসের নাম যে এই তালিকায় থাকবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ২০১৭ আইপিএল চলাকালীন গেইলের বান্ধবী নাতাশা এক কন্যাসন্তানের জন্ম দেন। তার কিছুদিন আগেই এক সাক্ষাৎকারের সময় সঞ্চালিকা-কে ‘ডোন্ট ব্লাশ বেবি’ বলে বিতর্কে জড়িয়েছিলেন ক্যারিবিয়ান তারকা। সেই বিতর্কের চিহ্ন স্বরূপ নিজের কন্যার নাম ‘ব্লাশ’ রাখেন গেইল।

 

Chris Gayle

X