বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনদিন আগে ইমামি ইস্টবেঙ্গল মহিলা দল রাজ্যস্তরের সবচেয়ে বড় মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শিরোপা জেতে। সেদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। নিজের প্রিয়জনদের কাছে তিনি নিতু দা নামেই পরিচিত। ক্লাবের এই সাফল্যর জন্য ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ সুজাতা করকে ধন্যবাদ দিয়েছেন। তিনি কড়া হাতে দলকে বেঁধে রেখেছিলেন বলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন দেবব্রত।
তার পরে তিনি সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে ইনভেস্টর গ্রূপ অর্থাৎ ইমামি ফুটবলের মঞ্চে এতবড় দায়িত্ব পালনের ক্ষেত্রে একেবারেই নতুন। তারা যে দলগঠন করেছে তার পেছনে অনেক দোষত্রুটি আছে, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। ঠিকঠাক পরিকল্পনার অভাবেই আজকে আইএসএলে দলের খারাপ অবস্থা, এমনটা ইঙ্গিত করেছেন তিনি।
সেইসঙ্গে ইমামি কর্তারা যদি ক্লাব কর্তাদের টিম করতে দিতেন তাহলে ক্লাব কোনওদিন প্রথম তিনের নীচে থাকতো না বলেও দাবি করেছেন তিনি। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে ইস্টবেঙ্গল কর্মকর্তা এবং ইমামি ইনভেস্টার গ্রুপের মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়ে। অনেকেই আশঙ্কা করছেন যে ক্লাব কর্তাদের এবং ইমামির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।
তবে সেই সাক্ষাৎকারেই দেবব্রত সরকার ইমামিকে বাকি ইনভেস্টার গোষ্ঠীর চেয়ে বেশি সহনশীল এবং সহযোগিতা মূলক মানব সম্পন্ন কোম্পানি বলে দাবি করেছিলেন। এই মন্তব্য নিয়ে অবশ্য ভিন্ন সমীকরণের আজ পেয়েছেন অনেকেই। তবে ইমামি এবং ইস্টবেঙ্গলের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত নেই।
ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে ৩রা ফেব্রুয়ারি। এখন ১৫ টি ম্যাচ খেলে তারা মাত্র চারটি জিততে পেরেছে এবং লিগ টেবিলের নবম স্থানে রয়েছে। নতুন ফরওয়ার্ড জ্যাক জার্ভিস হয়তো পরের ম্যাচেই মাঠে নামবেন।