বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছে ভারত। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন লোকেশ রাহুল। চলতি সফরে টেস্ট এবং ওয়ান ডে দুই ফরম্যাটেই অধিনায়কত্ব করা হয়ে গেল রাহুলের। শিখর ধাওয়ানের সাথে জুটি বেঁধে তিনি ওপেন করবেন।
আজ ভারতীয় ক্রিকেটে শুরু অধিনায়ক কোহলি পরবর্তী যুগ। একজন সাধারণ ক্রিকেটার হিসাবে আজ দলে রয়েছেন কোহলি। তবে এই দলে কিছু চমক রয়েছে। লিস্ট এ ক্রিকেটে ৫১ গড় সম্পন্ন এবং বল হাতেও প্রভাব রাখার ক্ষমতা যুক্ত মধ্যপ্রদেশের ভেঙ্কটেশ আইয়ার এই ম্যাচে ৫০ ওভারের ফরম্যাটে অভিষেক করছেন। এই তরুণ তারকা হলেন ভারতের ২৪২ তম একদিনের ক্রিকেটার।
অপরদিকে ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে দুর্দান্ত ফর্ম দেখানো সত্ত্বেও এই ম্যাচে সুযোগ পাননি আর এক তরুণ ঋতুরাজ গায়কোয়াড। তার বদলে অভিজ্ঞ শিখর ধাওয়ানের ওপরই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। সেই সঙ্গে একের বদলে দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ ওভারের খেলা শেষে ইতিমধ্যেই একজন প্রোটিয়া ওপেনার-কে ড্রেসিংরুমে ফিরিয়ে দিয়েছেন বুমরা। পুরো ভারতীয় একাদশটি নীচে তুলে ধরা হলো:
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল