প্রেম সম্পর্কে সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে নানান মিথ, জেনে নিন সেগুলি সম্পর্কে

বাংলাহান্ট ডেস্কঃ প্রেম নিয়ে সারা পৃথিবীতেই নানা মিথ চালু রয়েছে। প্রাচীন কাল থেকেই মানব ,মানবীর প্রেম সম্পর্ক নিয়ে রয়েছে অনেক ধারনা। সে মধ্য যুগ হোক বা আধুনিক যুগ প্রেম নিয়ে এই মিথ গুলি মানেন অনেকেই। পাশ্চাত্য লক্ষণশাস্ত্র অনুসারে বিশেষ কিছু কিছু ঘটনা আমাদের প্রেম জীবনের পূর্বাভাস দিয়ে যায়।

couple plane conversation

  • প্রেমিকার চুলের ক্লিপ হঠাত্‍ করে কোনও কারণ ছাড়াই চুল থেকে খসে গেলে হতে পারে বিচ্ছেদ
  • ডানদিক কোনও কারণে কেঁপে ওঠে তাহলে আপনার প্রেমিক / প্রেমিকা আপনার কথা ভাবছে
  • পূর্ণিমা  থেকে সপ্তমীর মধ্যে যে কোনো দিনে যদি দুই জনের প্রথম দেখা হয় তাহলে প্রেম জমে যাবে
  • জোনাকি মেরে ফেললে আপনার জীবনে আর কোনো দিন প্রেম আসবে না, আপনার পুরণো প্রেম সম্পর্কের ও বিচ্ছেদ হবে।
  • ভাঙা ডিমের স্বপ্ন দেখলে  প্রেমিক বা প্রেমিকার মধ্যে শীঘ্রই ঝগড়া হবে।
  • রুমাল উপহার দিলেও টিকবে না সম্পর্ক
  • প্রেমিকার চিরুনি প্রেমিকের কাছে কোনো কারনে চলে গেলেও সম্পর্ক রাখা মুশকিল হবে

যদিও এই সব ধারনা একেবারেই সঠিক নয় বলেই মনে করেন অনেকেই। আধুনিক মনের মানুষেরা মনে করেন প্রেমের সাথে এই সব কুসংস্কারের কোনো সম্পর্কই নেই। তবু প্রেম নিয়ে যারা প্রচন্ড পরিমান সিরিয়াস তারা কিব আদেও এমন কিছু অবহেলা করতে পারেন যা তাদের প্রেম সম্পর্কে চিড় ধরিয়ে দিতে পারে। যাই হোক এখনো বিশ্বের একটা বিরাট সংখ্যক মানুষ এই মিথ গুলিকে সত্য বলেই মেনে চলেন।

সম্পর্কিত খবর