বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি একজন করদাতা হন তবে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ট্যাক্স রিটার্ন দাখিলের নিয়ম পরিবর্তন করেছে সরকার। প্রকৃতপক্ষে, সরকার আরও বেশি মানুষকে ট্যাক্স ব্র্যাকেটে আনতে আয়কর দাখিলের সুযোগ বাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেই এই তথ্য বিস্তারিত ভাবে জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করেছে:
অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, এখন বিভিন্ন ইনকাম গ্রুপ এবং আয়সম্পন্ন ব্যক্তিদেরও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। মূলত, নতুন এই নিয়মে আরও বেশি সংখ্যক মানুষকে করের আওতায় আনাটাই মূল লক্ষ্য। এই নতুন নিয়মগুলি গত ২১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।
কি বলছে নতুন নিয়ম?
নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যবসায় বিক্রি, টার্নওভার বা আয় ৬০ লক্ষ টাকার বেশি হলে ওই ব্যবসায়ীকে রিটার্ন দাখিল করতে হবে। এমনকি, যদি একজন বেতনভুক্ত ব্যক্তির বার্ষিক আয় ১০ লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রেও তাঁকে আইটিআর ফাইল করতে হবে।
পাশাপাশি, বছরে TDS এবং TCS-এর পরিমাণ ২৫,০০০ টাকার বেশি হলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৬০ বছর বা তার বেশি বয়সী করদাতাদের জন্য TDS + TCS-এর সীমা ৫০,০০০ টাকা রাখা হয়েছে।
ব্যাঙ্ক ডিপোজিটও আইটিআরের আওতায় আসবে:
জারি হওয়া নতুন বিজ্ঞপ্তি অনুসারে, যদি ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে জমাকৃত পরিমাণ ১ বছরে ৫০ লক্ষ টাকা বা তার বেশি হয়, তবে এই ধরনের আমানতকারীদেরও তাঁদের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। এক্ষেত্রেও নতুন নিয়ম গত ২১ এপ্রিল থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে। এদিকে, নতুন এই পরিবর্তনের ফলে আয়কর দাখিলের পরিধি বাড়ার পাশাপাশি আরও বেশি সংখ্যক মানুষ করের অধীনে আসতে পারবে বলে মনে করছে সরকার।