KKR-এর রিটেনশন লিস্টের প্রসঙ্গে সামনে এল বড় আপডেট! শ্রেয়সকে ঘিরে এখনও চলছে জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL-এ চ্যাম্পিয়ন হয়েছিল KKR (Kolkata Knight Riders)। এমতাবস্থায়, মেগা নিলামের আগে এই চ্যাম্পিয়ন দল কোন কোন খেলোয়াড়কে ধরে রাখবে তা নিয়ে শুরু হয়েছিল তুমুল জল্পনা। তবে, এবার KKR অনুরাগীদের জন্য সামনে এল বড় আপডেট। শুধু তাই নয়, শ্রেয়াস আইয়ারকেও ধরে রাখার বিষয়ে যে জল্পনা শুরু হয়েছিল সেই সম্পর্কেও এবার তথ্য মিলেছে।

KKR (Kolkata Knight Riders) -এর প্রসঙ্গে সামনে এল বড় আপডেট:

প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে কলকাতা আইয়ারকে ধরে রাখতে চায়। এর পাশাপাশি তারা তাদের পার্সেও নাকি ভালো পরিমাণ টাকা রাখার বিষয় নজর দিয়েছে। তবে, এবার আইয়ার এবং KKR (Kolkata Knight Riders) ম্যানেজমেন্টের মধ্যে কথোপকথনের রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

There is a big update regarding Kolkata Knight Riders retention list.

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে উদ্ধৃত করে একটি সূত্র জানিয়েছে যে, অবশেষে KKR (Kolkata Knight Riders) ম্যানেজমেন্ট শ্রেয়াস আইয়ারের সাথে যোগাযোগ করেছে। সূত্রটি বলেছে, “আইয়ার এই বছর শিরোপা জিতেছিলেন। দিল্লি ক্যাপিটালসেরও একজন সফল অধিনায়ক ছিলেন তিনি। আইয়ার লিগে আকর্ষণের কেন্দ্রে ছিলেন। তাই অবাক হওয়ার কিছু নেই যে একাধিক ফ্র্যাঞ্চাইজি আইয়ারকে কিনতে আগ্রহ দেখিয়েছে। কিন্তু আপাতত KKR নীরবতা বজায় রেখেছে।”

আরও পড়ুন: IPL-এ তুলেছিলেন ঝড়! মুম্বাই টেস্টের আগে ভারতীয় দলে এন্ট্রি নিলেন এই দুর্ধর্ষ বোলার

শাহরুখ খানের চাহিদা ছিল অন্য সবার চেয়ে আলাদা: জানিয়ে রাখি, IPL দলের মালিকরা যখন BCCI আধিকারিকদের সাথে দেখা করেছিলেন, তখন বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যায় যে, KKR (Kolkata Knight Riders)-এর মালিক শাহরুখ খান দাবি করেছিলেন দলগুলিকে আরও বেশি খেলোয়াড়ের ওপর রাইট টু ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত।

আরও পড়ুন: বজায় রয়েছে রতন টাটার ম্যাজিক! ধনতেরাসে রেকর্ড গড়ল তাঁর প্রিয় সংস্থা, জানলে হয়ে যাবেন “থ”

কিন্তু যখন BCCI রিটেনশন পলিসি প্রকাশ করে, তখন ঘোষণা করা হয় যে, একটি দল ৫ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে এবং ১ জন খেলোয়াড়ের জন্য রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে। এই ৬ জন খেলোয়াড়ের মধ্যে ধরে রাখা এবং রাইট টু ম্যাচের সংখ্যা বাড়ানো বা কমানো যেতে পারে। এটাও আপডেট রয়েছে যে KKR (Kolkata Knight Riders) সুনীল নারিন, রিঙ্কু সিং এবং হর্ষিত রানাকে ধরে রাখতে পারে। এছাড়াও, এই দল বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ারের জন্য RTM কার্ড ব্যবহার করতে পারে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর