অষ্টম বেতন কমিশনের প্রসঙ্গে এল বড় আপডেট! একলাফে অনেকটাই বাড়বে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন

বাংলা হান্ট ডেস্ক: এবার কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের (Central Government Employees) জন্য ফের একটি বড়সড় সুখবর সামনে এল। এমতাবস্থায়, আপনিও যদি একজন সরকারি কর্মচারী হন, সেক্ষেত্রে শীঘ্রই আপনার বেতন একলাফে অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। মূলত, বর্তমান সময়ে ন্যাশনাল পেনশন সিস্টেম নিয়ে দেশে যেভাবে আলোচনা চলছে ঠিক সেই আবহেই নতুন করে জল্পনা শুরু হয়েছে যে, সরকার খুব শীঘ্রই সারা দেশে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর করতে পারে। অর্থাৎ, শীঘ্রই অষ্টম বেতন কমিশনকে সবুজ সংকেত দিতে পারে মোদী সরকার। এই বছর অর্থাৎ ২০২৩ সালেই অষ্টম বেতন কমিশন গঠন করা হবে।

নতুন বেতন কমিশনের সুপারিশ ১০ বছর পর লাগু হচ্ছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৩ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল এবং সেটি কার্যকর হয় ২০১৬ সালে। যার পরে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি হয়েছিল। এবার ফের একবার বড় খবর সামনে এল সরকারি কর্মচারীদের জন্য। উল্লেখ্য যে, নতুন বেতন কমিশনের সুপারিশগুলি প্রতি ১০ বছর অন্তর কার্যকর হয়।

লোকসভা নির্বাচনের আগেই পেতে পারেন সুখবর: সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শীঘ্রই অষ্টম বেতন কমিশন ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এদিকে, আগামী বছরই দেশজুড়ে সম্পন্ন হবে লোকসভা নির্বাচন। তাই, তার আগেই কর্মচারীদের বড় উপহার দিতে চলেছে সরকার।

বর্তমানে মিনিমাম বেসিক স্যালারি ১৮,০০০ টাকা: উল্লেখ্য যে, বর্তমানে, কেন্দ্রীয় কর্মচারীদের মিনিমাম স্যালারি প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পর্যন্ত। এমতাবস্থায়, নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার পর কর্মচারীদের মিনিমাম স্যালারির হার বাড়বে। এর পাশাপাশি, বেতন কমিশনের রিপোর্টে ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়তে পারে।

money count

কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবে ইউনিয়ন: এদিকে, কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের তরফে জানানো হয়েছে, ইউনিয়ন শীঘ্রই অষ্টম বেতন কমিশনের দাবি নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে। পাশাপাশি, এই প্রসঙ্গে সরকারের কাছে স্মারকলিপিও পেশ করা হবে। যদি সরকার দাবিগুলি মানতে অস্বীকার করে সেক্ষেত্রে ইউনিয়ন একটি আন্দোলনের ভাবনাও ভাবতে পারে। যেটিতে কেন্দ্রীয় কর্মচারীদের পাশাপাশি প্রাক্তন পেনশনভোগীরাও অংশ নিতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর