মে মাসের শেষে ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে দেখা গিয়েছিল ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের এবং চারটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা কথা ছিল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে।
করোনা পরিস্থিতির কারণে বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথমে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই কারণে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টি টোয়েন্টি সিরিজ ঘিরে তৈরি হয়েছে প্রবল অনিশ্চিয়তা। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে তারা পূর্ণ টি-টোয়েন্টি সিরিজ করতেও আগ্রহী।
ভারতের ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন অস্ট্রেলিয়া সরকার এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমে ভারতীয় দলকে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এর ফলে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে অপরদিকে অস্ট্রেলিয়া সফরের পর ভারতের ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরে এসে নিজেদের দেশেও বেশ কয়েকদিন কোয়ারেন্টিনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। আর এই সমস্ত কথা মাথায় রেখেই সিরিজের সময় কমানোর জন্য টি-টোয়েন্টি সিরিজ বাতিল করতে চাইছে বিসিসিআই।