বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) কোনও হোটেলে যদি বিদেশীরা থাকতে চান তাহলে হোটেলের রেজিস্টার খাতায় নাম এন্ট্রি করার সাথে সাথে পূরণ করতে হয় পুলিশের দেওয়া ‘সি ফর্ম’। এই ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। বিদেশি অতিথির তথ্য হোটেল থেকে পৌঁছে যায় থানায়। এই ফর্ম পূরণ করানোর মূল লক্ষ্যই হল যাতে বিদেশে কেউ অপরাধ করে এ রাজ্যের হোটেল গা ঢাকা দিতে না পারে।
তবে এতদিন রাজ্য বা দেশের কোনও প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) হোটেলে উঠলে এই ফর্ম পূরণ করতে হত না। জানা যাচ্ছে অদূর ভবিষ্যতে বিদেশী নাগরিকদের মতো এদেশের নাগরিকদেরও এই ধরনের ফর্ম পূরণ করতে হতে পারে। লালবাজার (Lalbazar) সূত্রে জানা গেছে, এই লক্ষ্যে এবার একটি পোর্টাল (Portal) তৈরি করার ভাবনা-চিন্তা করা হচ্ছে।
আরোও পড়ুন : কলকাতা মেট্রোয় নিয়োগ, মিলবে ভালো বেতনও! কীভাবে করবেন আবেদন? রইল পদ্ধতি
এর ফলে রাজ্য বা দেশের অন্য কোনও জায়গায় অপরাধ করে বাংলার কোনও হোটেলে আশ্রয় নিলে তা সহজে পুলিশ জানতে পারবে। কিন্তু এমন চিন্তা-ভাবনার কারণ কী? লালবাজার (Lalbazar) সূত্রে জানা যাচ্ছে এই ধরনের পোর্টাল চালুর ভাবনা অনেক আগে থেকেই ছিল। তবে সম্প্রতি দুটি ঘটনা এই ভাবনাকে আরো ত্বরান্বিত করেছে।
আরোও পড়ুন : প্রচন্ড গরমে কলকাতায় ৩০ মিনিট স্কুল বাস দাঁড় করিয়ে চেকিং পুলিশের! কারণ জানলে ফুঁসে উঠবেন
বেঙ্গালুরুর রামেশ্বর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয় গত ১১ এপ্রিল তারিখ। NIA জানতে পারে কলকাতার বিভিন্ন হোটেলে টানা ১৯ দিন সন্দেহভাজন জঙ্গিরা গা ঢাকা দিয়েছিলেন। অন্যদিকে, সম্প্রতি কলকাতা পুলিশ সাংবাদিক বৈঠক করে জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গি টার্গেটে রয়েছেন।
লালবাজার এই ঘটনায় সোমবার মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে রাজারাম রেগে নামে এক অভিযুক্তকে। পুলিশ জানতে পেরেছে, শেক্সপিয়ার সরণি এলাকার একটি হোটেলে রাজারাম আশ্রয় নিয়েছিলেন। অভিষেকের বাড়ির সামনে রেইকি করেছিলেন অভিযুক্ত রাজারাম।
এই দুই ক্ষেত্রেই অভিযুক্তরা কলকাতার হোটেলে দীর্ঘদিন ছিলেন, তবে এই ব্যাপারে কোনও তথ্যই ছিল না পুলিশের কাছে। জানা যাচ্ছে, এই কারণেই পুলিশ হোটেলগুলির উপর নজরদারি বাড়াতে চাইছে। সেই থেকেই নতুন পোর্টাল তৈরির ভাবনা-চিন্তা করা হচ্ছে। তবে, এই নতুন পোর্টাল যে কতটা কার্যকরী হবে তা অবশ্য সময় বলবে।