এবার এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ, মিলবে দুর্দান্ত বেতন, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির (Recruitment) সুবর্ণ সুযোগ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (National Highways Authority of India)-র তরফে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির (Recruitment) সুযোগ:

কোন কোন পদে করা হবে নিয়োগ: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আপাতত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জয়েন্ট অ্যাডভাইজর পদ সহ অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজর বিভাগে নিয়োগ (Recruitment) করা হবে।

মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা হল ৫ টি। জানিয়ে রাখি যে, নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে বলে জানা গিয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: জয়েন্ট অ্যাডভাইজর পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখায় স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, এই পদের ক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হল ১,৫০,০০০ থেকে ১,৮১,০০০ টাকা। এছাড়াও, আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ৪৮ বছরের মধ্যে।

There is a job opportunity in this organization job update.

এদিকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজর পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। এক্ষেত্রে মাসিক বেতনের পরিমাণ হল ১,১০,০০০ টাকা থেকে ১,৩২,০০০ টাকা। আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

আরও পড়ুন: ১৪ বছর ধরে ছিলেন দলে! ভারত-বাংলাদেশ সিরিজের মাঝেই অবসরের ঘোষণা এই খেলোয়াড়ের

প্রয়োজনীয় শর্ত: এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার আগে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট পদগুলিতে পূর্বে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের নিয়োগ প্রক্রিয়ার (Recruitment) ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: এবার ২০০ টাকার নোটে নজর দিচ্ছে RBI! সরানো হল ১৩৭ কোটি টাকা, সামনে এল কারণ

কিভাবে করবেন আবেদন: এক্ষেত্রে অনলাইন মারফত আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: এক্ষেত্রে আবেদন আগামী ১০ অক্টোবর, ২০২৪ পর্যন্ত করা যাবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর